AFC Champions League : মুম্বাইয়ের কাছে হেরে পদত্যাগ করলেন কোচ

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে (AFC Champions League) ইতিহাস তৈরী করেছে মুম্বাই সিটি (Mumbai City FC)। গ্রুপ পর্বে দ্বিতীয় জয় পেয়েছে তারা। ছয় পয়েন্ট নিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স…

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে (AFC Champions League) ইতিহাস তৈরী করেছে মুম্বাই সিটি (Mumbai City FC)। গ্রুপ পর্বে দ্বিতীয় জয় পেয়েছে তারা। ছয় পয়েন্ট নিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শেষ হয়েছে তাদের। যা ভারতীয় ফুটবল ইতিহাসে এক নজির। মুম্বাইয়ের কাছে হেরে সরে দাঁড়িয়েছেন এয়ার ফোর্স ক্লাবের কোচ।

জানা গিয়েছে, মুম্বাইয়ের কাছে হারার পর নিজের পদ থেকে সরে গিয়েছেন হাকিম শাকির। মুম্বাইয়ের বিরুদ্ধে পয়েন্ট পেলে পরের পর্বে যাওয়ার সুযোগ ছিল এয়ার ফোর্স ক্লাবের কাছে। কিন্তু বাকিংহ্যামের দল সেটা হতে দেয়নি। একটি পয়েন্টও ছিনিয়ে নিতে পারেনি এয়ার ফোর্স।

   

সার্বিকভাবে এয়ার ফোর্সের সম্প্রতিকালে পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। ক্লাবের সমর্থকরাও কোচের ভূমিকায় খুব একটা খুশি নন। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ অভিযানে ভালো কিছু করে দেখাতে পারলে হয়তো কিছুটা স্বস্তি পেতেন হাকিম। প্রথম পর্ব থেকেই ছিটকে গিয়েছে তাঁর দল। এর আগেও মুম্বাইয়ের কাছে পরাস্ত হয়েছিল এয়ার ফোর্স।

কিং ফাওয়াদ ইন্টারন্যাশানাল স্টেডিয়ামে শেষ কামড় বসাতে প্রস্তুত ছিল মুম্বাই সিটি। অধিকাংশ সময় এয়ার ফোর্সের কাছে বলের দখল থাকলেও কাজের কাজটি করেছেন দিয়েগো মরিসিও। ৩১ মিনিটে তাঁর একটা একমাত্র গোল হয়েছে ম্যাচের ফয়সালা।

গ্রুপ পর্বে ছয় ম্যাচে খেলে সাত পয়েন্ট ভারতীয় এই দলের। এয়ার ফোর্সেরও সাত পয়েন্ট। এক নম্বরে থাকা আল শাবাব ধরা ছোঁয়ার বাইরে। একটি ম্যাচেও তারা হারেনি। পাঁচ ম্যাচে জয়। মোট পয়েন্ট ১৬।

এবারের মতো মুম্বাই সিটির অভিযান শেষ হলেও ভারতীয় ফুটবলের জন্য রয়েছে একাধিক ইতিবাচক দিক। হেভিওয়েট ক্লাবের বিরুদ্ধেও যে ভারতীয় দল একাধিক জয় তুলে নিতে পারে সেটা তারা দেখিয়ে দিয়েছে। ধারাবাহিক পারফরম্যান্স করেছেন রাহুল ভেকে।