ভারতীয় ফুটবল মহলে চাঞ্চল্যকর খবর। আগামী মরশুমের জন্য প্রথম বিদেশি নিশ্চিত করল ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal)। মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশ্যে এসেছে এই সংবাদ।
জাতীয় স্তরের ক্রীড়া মহলে চলছে গুঞ্জন। সূত্রের খবর, সামনের মরশুমের জন্য প্রথম বিদেশি ফুটবলার নিশ্চিত করতে পেরেছেন লাল হলুদ কর্তারা। যদিও সেই ফুটবলার সম্পর্কে এখনই বিশদে কিছু জানা যায়নি।
Read More: East Bengal : ওগবেচেকে নিয়ে চলছে দড়ি টানাটানি, ইস্টবেঙ্গলও আছে লড়াইয়ে
কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল বার্তলমিউ ওগবেচের সঙ্গে কথা চালাচ্ছে ইস্টবেঙ্গল। এছাড়াও প্রাথমিকভাবে শোনা গিয়েছিল ইংল্যান্ডের এক ফুটবলারের নাম। মূলত এই দুই বিদেশি ফুটবলার উঠে এসেছিলেন লাল হলুদ চর্চায়। যার মধ্যে প্যারিস সেন্ট জার্মেইনের প্রাক্তন ফুটবলার ওগবেচেকে নিয়ে কানাঘুষো শোনা গিয়েছে সবথেকে বেশি।
স্পোর্টিং রাইট ফিরে পাওয়ার আগে থেকেই দল গঠনের কাজে নেমে পড়েছিলেন ইস্টবেঙ্গল কর্তারা। নতুন মরশুম শুরু হওয়ার আগে চূড়ান্ত হয়েছেন একাধিক ভারতীয় ফুটবলার। যার মধ্যে বঙ্গ তনয়ের সংখ্যাই আপাতত বেশি। তবে এই প্রথম ইস্টবেঙ্গল কোনো বিদেশি ফুটবলারকে নিশ্চিত করতে সফল হয়েছে বলে জানা যাচ্ছে।