AFC Cup : জেনে নিন বাগানের প্রতিপক্ষ বসুন্ধরার সম্প্রতি ফর্ম কেমন যাচ্ছে

মে মাসে শুরু হবে এটিকে মোহন বাগানের ATK Mohun Bagan) এএফসি কাপের (AFC Cup) গ্রুপ পর্বের অভিযান। প্রথম ম্যাচ ১৮ মে, গোকুলাম কেরালার (Gokulam Kerala)…

AFC Cup : জেনে নিন বাগানের প্রতিপক্ষ বসুন্ধরার সম্প্রতি ফর্ম কেমন যাচ্ছে

মে মাসে শুরু হবে এটিকে মোহন বাগানের ATK Mohun Bagan) এএফসি কাপের (AFC Cup) গ্রুপ পর্বের অভিযান। প্রথম ম্যাচ ১৮ মে, গোকুলাম কেরালার (Gokulam Kerala) বিরুদ্ধে। পরের ম্যাচ বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ২১ মে। গোকুলামের মতো বসুন্ধরা এখন লিগ টেবিলের এক নম্বরে।

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে ভালো ফর্মে রয়েছে বসুন্ধরা কিংস। লিগ ক্রম তালিকায় এক নম্বরে রয়েছে তারা। একটি মাত্র ম্যাচ হেরেছে এখনও পর্যন্ত। বারো ম্যাচে বসুন্ধরার প্রাপ্ত পয়েন্ট ২৯।

   

বাংলাদেশের এখনও পর্যন্ত লিগ টপারের বিরুদ্ধে এটিকে মোহন বাগান যে ভালোরকম পরীক্ষার মুখে পড়বে তা বলাই বাহুল্য। তবে আত্মবিশ্বাসের জায়গাও রয়েছে সবুজ মেরুন ব্রিগেডের জন্য। কারণ সে দেশের লিগের দ্বিতীয় স্থানে থাকা আবাহনী ঢাকাকে হারিয়েই গ্রুপ পর্ব নিশ্চিত করেছিল বাগান। বসুন্ধরা কিংসের পরেই দুই নম্বরে আবাহনী। পয়েন্টের পার্থক্য চার। 

প্রিমিয়ার লিগের শেষ ছয়টি ম্যাচে অপরাজিত বসুন্ধরা কিংস:-

৫ মার্চের ম্যাচ, মহামেডানের বিরুদ্ধে জিতেছিল ২-০ গোলে। 

১১ মার্চের ম্যাচ, চট্টগ্রাম আবাহনীর বিরুদ্ধে ৫-০ গোলে জয়। 

১৬ মার্চের ম্যাচ, সইফের বিরুদ্ধে ৪-৩ ব্যবধানে জয়।

৩ এপ্রিলের ম্যাচ, আবাহনীর ঢাকার বিরুদ্ধে ২-২ ড্র।

৭ এপ্রিলের ম্যাচ, শেখ জামালের বিরুদ্ধে ৩-৩ স্কোরলাইন ড্র।

২৪ এপ্রিল, স্বাধীনতার বিরুদ্ধে ০-২ গোলে জয়।

Advertisements