শ্রী সিমেন্ট পর্ব মিটেও যেন মিটছে না। কারণ ইস্টবেঙ্গলে (East Bengal) খেলে যাওয়া ফুটবলারদের বকেয়া বেতন। তাঁদের প্রাপ্য কে কবে মেটাবে সে ব্যাপারে প্রশ্ন রয়েই যাচ্ছে।
দলের যে প্রাক্তন এগারোজন ফুটবলারের বেতন বকেয়া রয়েছে সে ব্যাপারে এখনও সমস্যা রয়ে গিয়েছে। শ্রী সিমেন্টের (Shree Cement) পক্ষ থেকে আগে বলা হয়েছিল যে তারা প্রাক্তন ওই ফুটবলারদের বেতন মেটানোর ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ নয়। অর্থাৎ বল ঠেলে দেওয়া হয়েছিল ইস্টবেঙ্গল ক্লাবের কোর্টে।
সূত্রের খবর, আগের থেকে নিজেদের অবস্থান থেকে কিছুটা সরেছে শ্রী সিমেন্ট। এগারো জনের পরিবর্তে সাতজন ফুটবলারের বেতন সমস্যা মেটাতে তারা ভাবনা চিন্তা শুরু করেছে বলে অনুমান। বিষয়টি জানানো হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবকে। সেক্ষেত্রে বাকি চার ফুটবলারের ভবিষ্যত কী? প্রশ্ন থাকছে।
ফুটবলারদের বেতন সমস্যা প্রসঙ্গে দেবব্রত সরকার এক সাক্ষাৎকারে বলেছিলেন, ক’টা টাকার ব্যাপার। এরপর ক্লাবের পক্ষ থেকে ফুটবলারদের সঙ্গে কথা বলা হয়েছিল বলে ফুটবল মহলে শোনা গিয়েছিল। বকেয়া বেতনের পরিমাণ যাতে কিছুটা কমানো যায় সে ব্যাপারে বেছে নেওয়া হয়েছিল মৌখিক উপায়। এই পথে ক্লাব কর্তারা কতোটা এগোতে পেরেছেন সে বিষয়ে পরবর্তী কোনো আপডেট জানা যায়নি। সর্বোপরি ইস্টবেঙ্গলের প্রাক্তন এগারোজন ফুটবলারের বেতন সমস্যা যে এখনও রয়েছে এটা ভাবনার বিষয়।
কেভিন লোবো ৪১ লক্ষ টাকা, রিনো অ্যান্টো ২৬ লক্ষ টাকা, সিকে বিনিথ ২১ লক্ষ টাকা, ইউজেনসিং লিংদো ২১ লক্ষ টাকা, কিগান পেরেইরা ১৬.৮০ লক্ষ টাকা, অনীল চভন ১০.২৮ লক্ষ টাকা এবং গিরিক খোসলা ৬.৩০ লক্ষ টাকা এখনও পাবেন। সব মিলিয়ে বকেয়া ১.৪২ কোটি টাকা।