IPL : মুম্বাইয়ের বিরুদ্ধে ফের সেঞ্চুরি করে রোহিতদের আরও লজ্জায় ফেললেন রাহুল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) ফের সেঞ্চুরি করলেন লোকেশ রাহুল (Lokesh Rahul)। একই মরশুমে দ্বিতীয়বার শতরান। সেই মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেই। ক্যাপ্টেনের শতরান সত্বেও বড় রান করতে…

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) ফের সেঞ্চুরি করলেন লোকেশ রাহুল (Lokesh Rahul)। একই মরশুমে দ্বিতীয়বার শতরান। সেই মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেই। ক্যাপ্টেনের শতরান সত্বেও বড় রান করতে পারেনি লখনউ সুপার জায়ান্টস। লড়াই চালিয়েও পরাজয়ের ধারা বজায় রাখল মুম্বাই ইন্ডিয়ান্স।

রবিবার ওয়াংখেড়ের মাঠে লোকেশ রাহুল ছাড়া লখনউ এর কেউই উল্লেখযোগ্য রান তুলতে পারেননি। রাহুল একাই করেছেন অপরাজিত ১০৩ রান। খেলেছেন ৬২ বল। ইনিংস সাজানো রয়েছে বারোটি বাউন্ডারি এবং চারটি ওভার বাউন্ডারি দিয়ে। প্রথমে ব্যাট করে কুড়ি ওভারে গুজরাটের স্কোর ১৬৮/৬।

kolkata24x7-sports-News

   

এদিনও মুম্বাইয়ের হয়ে রান পেয়েছেন তিলক বর্মা। এবারের আইপিএল এ এই ব্যাটসম্যান অন্যতম আবিষ্কার। প্রায় প্রতি ম্যাচেই রান পেয়েছেন তিনি। তিলক রান করলেও তাঁর দলের কপালে এখনও ওঠেনি বিজয় তিলক।

মুম্বাইয়ের হয়ে দুজন মাত্র বলার মতো রান করেছেন। ওপেন করতে নেমে অধিনায়ক রোহিত শর্মা ৩১ বলে করেছেন ৩৯ রান। এবং বর্মা করেছেন ২৭ বলে ৩৮ রান। লখনউয়ের হয়ে তিনটি উইকেট পেয়েছেন ক্রুনাল পন্ডিয়া।

ব্যাটিং ব্যর্থতার কারণে এই ম্যাচেও জয় তুলতে অসফল মুম্বাই ইন্ডিয়ান্স। নির্ধারিত কুড়ি ওভার ব্যাট করে তাদের স্কোর ১৩২/৮। ৩৬ রানে ম্যাচ জিতেছে লখনউ।