তালিবান দখল করার পর এই প্রথম বার ফুটবল ম্যাচ খেললো আফগানিস্তান ফুটবল দল (Afghan women’s team)। এক্ষেত্রে তাদের সাহায্য করেছে এ লিগের টিম মেলবোর্ন ভিক্ট্রি।
তালিবান আফগানিস্তান দখল করার পর সেদেশের মহিলা ক্রীড়া পরিকাঠামো একেবারেই ভেঙে পড়েছে।একমাস আগে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগে কোচ এবং খেলোয়াড় মিলে মোট ৩০ জনকে উদ্ধার করা হয়েছিলো।রোববার ভিক্টোরিয়া’র সিনিয়র মহিলা কম্পিটিশনে আফগানিস্তানের মহিলা ফুটবল, মেলবোর্ন ভিক্ট্রি’র সাথে ০-০ গোলে ড্র করেছে।
গোটা আফগান দলকে মেলবোর্নে স্থানান্তরিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ভিক্ট্রি দল।ফেব্রুয়ারি মাসে ট্রেনিং সেশন চালায় তারা,এবছর তারা ভিক্ট্রি’র আন্ডারে খেলবে।
২০০৭ সালে তৈরি করা হয়েছিল আফগান দল।২০১০ সালে নেপালের বিরুদ্ধে আফগানিস্তান মহিলা ফুটবল দল প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে, প্রথম জয়ের স্বাদ পায় ২০১২ সালে কাতারের বিপক্ষে।দেশে তালিবানের প্রাদুর্ভাব বাড়ার সাথে সাথে আফগান মহিলা ফুটবলার’রা দেশ ছেড়ে পালানো শুরু করে,ফেব্রুয়ারি মাসে ভারতে অনুষ্ঠিত হতে চলা মহিলা এশিয়া কাপের কোয়ালিফায়ার পর্বের ম্যাচ থেকে সরে দাড়ায় তারা।