East Bengal : বিশ্বকাপে খেলা ফুটবলারকে নিতে চলেছে লাল-হলুদ

ভারতীয় ফুটবলের উদীয়মান তারকাকে দলে নিতে পারে ইস্টবেঙ্গল (East Bengal)। শনিবার সন্ধ্যায় ফুটবল মহলে কানাঘুষো। ইন্ডিয়ান সুপার লিগের দল মুম্বাই সিটি এফসি থেকে একজনকে সই…

East Bengal : বিশ্বকাপে খেলা ফুটবলারকে নিতে চলেছে লাল-হলুদ

ভারতীয় ফুটবলের উদীয়মান তারকাকে দলে নিতে পারে ইস্টবেঙ্গল (East Bengal)। শনিবার সন্ধ্যায় ফুটবল মহলে কানাঘুষো। ইন্ডিয়ান সুপার লিগের দল মুম্বাই সিটি এফসি থেকে একজনকে সই করাতে পারে ইস্টবেঙ্গল।

Advertisements

এদিন সন্ধ্যায় জোর গুঞ্জন, অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে খেলা মহম্মদ রকিপ দলে নিতে আগ্রহী ইস্টবেঙ্গল। রকিপ মণিপুরের ফুটবলার। মূলত খেলেন রক্ষণভাগে। তাঁকে দুই বছরের চুক্তিতে দলে নিতে চাইছেন লাল হলুদ কর্তারা, এমনটাই মনে করছেন ময়দানের একাংশ।

   

কম বয়সেই ফুটবল অনুরাগীদের নজর কেড়েছেন মহম্মদ রকিপ। ইতিমধ্যে ইন্ডিয়ান সুপার লিগে বেশ কিছু ম্যাচ খেলেছেন বছর একুশের এই ডিফেন্ডার।

Advertisements

সিনিয়র ফুটবলার কেরিয়ারের সূত্রপাত ২০১৬-১৭ মরশুমে। ইন্ডিয়ান অ্যারজের হয়ে খেলেছিলেন একাধিক ম্যাচ। পরে যোগ দিয়েছিলেন কেরালা ব্লাস্টার্সের বি দলে। সেখান থেকে ২০১৮ তে কেরালার সিনিয়র দলে উত্থান। প্রায় দুই মরশুম ছিলেন সেখানে। পরে সই করেছিলেন মুম্বাই সিটি এফসিতে। সেখানেও বেশ কিছু ম্যাচে অংশ নিয়েছিলেন।