গোরু পাচার মামলায় ফের সিবিআই ডাক, কী করবেন ‘সুস্থ’ অনুব্রত

এসএসকেএম থেকে ছাড়া পেয়েই অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) কে গোরু পাচার মামলায় শনিবার বিকেলে ফের নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।…

anubrata mondal

এসএসকেএম থেকে ছাড়া পেয়েই অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) কে গোরু পাচার মামলায় শনিবার বিকেলে ফের নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। যদিও হাজিরা এড়িয়েছেন তিনি। আইনিজীবী মারফত জানান, এখনও বাড়ি থেকে বের হওয়ার অবস্থায় নেই। 

টিএমসি বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে জেরা করতে মরিয়া সিবিআই। শুধু গোরু পাচার মামলা নয়, রামপুরহাটের বগটুই গ্রামের গণহত্যার তদন্তে অনুব্রত মণ্ডলকে জেরা করতে চায় সিবিআই।

শেষ পাওয়া খবর অনুযায়ী, গোরু পাচার মামলায় সিবিআই দফতরে কেষ্টর হাজিরা দেওয়ার সময় পেরিয়ে গেছে। এই অবস্থায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোনও কড়া পদক্ষেপ নেয় কিনা সেদিকে তাকিয়ে সকলে।

Advertisements

রবিবার তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলকে ভোট পরবর্তী হিংসা মামলায় ডেকে পাঠিয়েছে সিবিআই। রবিবার সকাল ১১টায় তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে।  জোড়া নোটিশে দিশেহারা অবস্থা কেষ্টর।

এর আগে গোরুপাচার কাণ্ডে অনুব্রতর ভূমিকা জানতে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য বারবার ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্ত্যু প্রতিবারই ‘বাহানা’ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান তিনি।  হাল ছাড়তে নারাজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। রবিবার অনুব্রত সিবিআই দফতরে হাজিরা দেবেন না বলেই জানা যাচ্ছে।