তরুণ ভারতীয় মিডফিল্ডারের সঙ্গে চুক্তি দীর্ঘায়িত করতে পারে এটিকে মোহন বাগান (Mohun Bagan)। খুব শীঘ্রই রবি বাহাদুর রানার সঙ্গে ক্লাবের নতুন চুক্তি সম্পন্ন হবে বলে মনে করা হচ্ছে। তিন বছরের জন্য করা হতে পারে চুক্তি।
আরও পড়ুন: ATK Mohun Bagan : দিয়েগো কোস্তাকে দলে নেওয়ার চেষ্টা করেছিল বাগান
উনিশ বছর বয়সী রবি রানা জম্মু কাশ্মীরের বাসিন্দা। টাটা ফুটবল অ্যাকাদেমি থেকে উত্থান। পরে যুক্ত ছিলেন জামশেদপুর এফসির সঙ্গে। তাঁর খেলায় মুগ্ধ হয়ে তুলে নিয়ে আসা হয়েছিল জামশেদপুরের রিজার্ভ টিমে। ২০২১-২২ মরশুমের গ্রীষ্মের ট্রান্সফার উইন্ডোতে তাঁকে দলে নিয়েছিল এটিকে মোহন বাগান। নতুন চুক্তি স্বাক্ষরিত হলে সবুজ মেরুন শিবিরে তিনি থাকবেন ২০২৫ সাল পর্যন্ত।
এক বহুল প্রচলিত জাতীয় ক্রীড়া সংবাদ মাধ্যমে সূত্র উদ্ধৃত করে বলা হয়েছে, রবির খেলায় মুগ্ধ হয়েছে বাগান কোচ হুয়ান ফেরান্ডো। স্কোয়াডের সঙ্গে তাঁকে রেখে দিতে চাইছেন তিনি। শীঘ্রই তিন বছরের চুক্তিতে সই করতে পারেন রানা।
শ্রীলঙ্কার দল ব্লু স্টারের বিরুদ্ধে এএফসি কাপের ম্যাচে মাঠে নেমেছিলেন রবি রানা। এর আগে ইন্ডিয়ান সুপার লিগের একটি ম্যাচে নেমেছিলেন সবুজ মেরুন জার্সি পরে। আপাতত খুব বেশি তাঁকে কাজে লাগায়নি দল।
ভারতের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে কিছু ম্যাচ খেলার অভিজ্ঞা রয়েছে এই মিডফিল্ডারের। দেশের জার্সিতে সাত ম্যাচে করেছেন একটি গোল।