দল গোছানোর কাজ এখনও চালাচ্ছে ইস্টবেঙ্গল (East Bengal)। চলতি সন্তোষ ট্রফিতে (Santosh Trophy) পাঠানো হচ্ছে স্কাউট। ফুটবলার বাছাই করতে দুই প্রাক্তন ফুটবলার যাচ্ছেন কেরলে।
প্রাথমিকভাবে কলকাতায় খেলা একাধিক ফুটবলারের সম্মতি আদায় করেছেন ইস্টবেঙ্গল কর্তারা। কলকাতা ফুটবল লিগ, ডুড়ান্ড কাপের মতো প্রতিযোগিতায় পরখ করে নেওয়া হবে তাঁদের। মজবুত দল গঠন করতে এখনও প্রয়োজন একাধিক প্রতিভাবান ফুটবলার। তাই প্রাক্তন ফুটবলারদের পাঠানো হচ্ছে কেরল। এ বছর সেখানে বসেছে সন্তোষ ট্রফির আসর।
আরও পড়ুন: East Bengal : ইস্টবেঙ্গলে পবন কুমার, লাইনে একাধিক তারকা
সোমবার রাতের খবর, ইস্টবেঙ্গল তাঁবুতে বৈঠকে বসেছিলেন লাল হলুদ কর্তারা। কেরলে স্কাউট পাঠানোর বিষয়টি সেখানে চূড়ান্ত হয়েছে। জানা গিয়েছে, আলভিটো ডি কুনহা এবং ষষ্ঠী দুলে যাচ্ছেন ভারতের দক্ষিণে। এর আগে চলতি আই লিগে প্রাক্তন ফুটবলারদের দায়িত্ব দিয়েছিল ক্লাব। ইতিমধ্যে বাছাই করা নামের তালিকা কর্তাদের হাতে জমা দেওয়া হয়েছে বলে বলেই খবর মিলছিল।

সন্তোষ ট্রফিতে স্কাউটিংয়ের সিদ্ধান্ত ছাড়াও আরো একটি বিষয়ে পদক্ষেপ নিয়েছেন ইস্টবেঙ্গল কর্তারা। ক্লাবের নাম পরিবর্তনের জন্য ফুটবল নিয়ামক সংস্থার (IFA) কাছে আবেদন করেছে ক্লাব। শ্রী সিমেন্ট আসার পর দলের না হয়েছিল এসসি ইস্টবেঙ্গল। সেটা বদলে ইস্টবেঙ্গল ক্লাব নাম নথিভুক্ত করার আবেদন জানানো হয়েছে।