Sports News : পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৮ বছর বয়সী উদীয়মান টেবিল টেনিস তারকা বিশ্ব দীনদয়ালের (Vishwa Deenadayalan)। রবিবার ট্যাক্সি করে গুয়াহাটি থেকে শিলংয়ে যাচ্ছিলেন তিনি। সিনিয়র ন্যাশনাল এবং আন্তরাজ্য টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার কথা ছিল তাঁর। বিশ্বর সঙ্গে আরও তিনজন ছিলেন গাড়িতে। তাঁরাও আহত হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাক্সিতে ধাক্কা মেরেছিল বারো চাকার একটি লরি। ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়েছে।
ভারতীয় টেবিল টেনিস ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ৮৩ তম সিনিয়র ন্যাশনাল এবং আন্তরাজ্য টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে যোগ দেওয়ার জন্য শিলং যাচ্ছিলেন বিশ্ব দীনদয়াল। সোমবার প্রতিযোগিতার সূচনা। এছাড়াও গাড়িতে ছিলেন – রমেশ সন্তোষ কুমার, অবিনাশ শ্রীনিবাসন এবং কিশোর কুমার। এই তিনজনও দুর্ঘটনায় আহত হয়েছিলেন। তবে তাঁরা প্রত্যেকে এখন সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে।
টেবিল টেনিস নিয়ামক সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ‘উল্টো দিক থেকে আসছিল বারো চাকার একটি ট্রেলর। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি প্রথমে ধাক্কা মারে রাস্তার ডিভাইডারে। পরে সংঘর্ষ ঘটে বিশ্বদের গাড়ির সঙ্গে। উমলি চেক পোস্টার একটু আগে ঘটনাটি ঘটেছে। অকুস্থলে ট্যাক্সি চালকের মৃত্যু হয়েছে।’
ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল চালকের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল বিশ্বকে। নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অফ হেল্থ ও মেডিক্যাল সায়েন্সেসে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। মেঘালয় সরকারের সাহায্যে আয়োজক এবং বিশ্বের সতীর্থরা শীঘ্র তাঁকে নিয়ে গিয়েছিলেন হাসপাতালে।
আঠারো বছর বয়সেই একাধিক পদক জয় করেছিলেন বিশ্ব। এপ্রিলে অস্ট্রিয়ায় ভারতের হয়ে খেলার কথা ছিল তাঁর।