হোয়াটসঅ্যাপ (WhatsApp) ব্যবহারকারীদের একত্রিত করার এবং নিজস্ব গোষ্ঠী বা সম্প্রদায়ের সঙ্গে চ্যাট (community chat) করার জন্য গ্রাহকদের কাছে আসতে চলেছে নতুন সুবিধা। যার ফলে স্কুল এবং যে কোনও প্রতিষ্ঠানের মতো সংস্থাগুলির প্রয়োজনীয় তথ্য আদান প্রদান করতে সুবিধা হবে।
হোয়াটসঅ্যাপের অফিশিয়াল ঘোষণাপত্র অনুযায়ী, কমিউনিটিগুলি হল, টেলিগ্রামের বিশাল গোষ্ঠী এবং চ্যানেলগুলির হোয়াটসঅ্যাপের উত্তর। যদিও এটি স্পষ্ট নয় যে কতজন ব্যবহারকারী একটি সম্প্রদায়ে যোগ দিতে পারবেন, তাঁরা অন্য ব্যবহারকারীদের জন্য চ্যাটে “শত লক্ষ লোক” -এর মতো হবে না। এই কমিটিগুলির কথাবার্তা হবে সম্পূর্ণ এন্ড-টু-এন্ড এনক্রিপ্টটেড।
কমিউনিটির পাশাপাশি, হোয়াটসঅ্যাপ আধুনিক বৈশিষ্ট্য যুক্ত করতে চলেছে। যা কিছু সময়ের জন্য অন্যান্য মেসেজিং অ্যাপে দেখা গিয়েছিল। যেমন ইমোজি রিয়াকশন এবং একসঙ্গে ৩২ জন মিলে ভয়েস কল করা, (আগের যা আটজন অংশগ্রহণকারীর মধ্যে সীমিত ছিল)। এছাড়াও ব্যবহারকারীরা এখন আরও বড় ফাইল বা মিডিয়া শেয়ার করতে পারবে। গ্রুপ অ্যাডমিনরা এখন প্রত্যেকের চ্যাট থেকে বক্তব্য ডিলিট করে দিতে পারবে। যা আগে যে মেসেজটি করেছে সেই শুধুমাত্র ডিলিট করতে পারত। উপরোক্ত ফিচারগুলো আগামী সপ্তাহ থেকে ব্যবহারকারীদের কাছে পৌঁছে যাবে।
নতুন রূপে, নতুন ভাবে হোয়াটসঅ্যাপের সুবিধাগুলোর জানতে পেরে অত্যন্ত খুশি গ্রাহকদের একাংশ। তাঁরা নতুনভাবে হোয়াটসঅ্যাপ কমিউনিটির বিষয় জানতে এবং এই সুবিধা পেতে খুব আগ্রহী।