শিশির অধিকারীর (Shishir Adhikari) ভবিষ্যৎ কোনদিকে? এ নিয়ে তৃণমূল কংকন ও বিজেপির মধ্যে ফের টানাটানি শুরু হল। একুশের বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন দলের প্রবীণ নেতা ও সাংসদ শিশির অধিকারী। অভিযোগ, দলত্যাগ বিরোধী আইন মেনে পূর্ব মেদিনীপুরের কাঁথির এই সাংসদ বিজেপিতে যোগ দেননি। সে কারণে তাঁর সাংসদ পদ বাতিলের দাবি জানিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে আবেদন করেছিলেন লোকসভায় তৃণমূল কংগ্রেস নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।
সেই আবেদনের ভিত্তিতে সাক্ষ্য-প্রমাণ গ্রহণের জন্য চলতি মাসের ২৬ তারিখ সুদীপকে ডেকে পাঠালেন ওম বিড়লা। ওই দিন শিশির অধিকারীর সাংসদ পদ বাতিল সংক্রান্ত আবেদনের বিষয়ে সুদীপের সঙ্গে কথা বলবেন স্পিকার।
গত বছর বিধানসভা নির্বাচনের আগে কাঁথিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মঞ্চে দাঁড়িয়ে বিজেপি শিবিরে যোগ দিয়েছিলেন শিশির অধিকারী। আগেই পুত্র শুভেন্দু যোগ দেন মোদী শিবিরে।
কিন্তু দলত্যাগ বিরোধী আইন মেনে শিশির অধিকারী দল বদল না করায় তাঁর সাংসদ পদ বাতিলের দাবিতে সরব হয় তৃণমূল কংগ্রেস। বিধানসভা নির্বাচনের পর থেকেই একাধিকবার সুদীপ বন্দ্যোপাধ্যায় স্পিকারের কাছে শিশিরের সাংসদ পদ খারিজের আবেদন করেছেন।
এই বিষয়ে কথা বলার জন্য লোকসভার অধ্যক্ষের তলব নিয়ে সুদীপের দাবি, তিনি স্পিকারের এই নির্দেশ সম্পর্কে কিছুই জানেন না। তাছাড়া ২২ থেকে ৩০ এপ্রিল তিনি সংসদের খাদ্য বিষয়ক স্থায়ী কমিটির সদস্য হিসেবে শ্রীনগর ও মহারাষ্ট্রে থাকবেন। তাই স্পিকার ডেকে পাঠালেও ওই সময়ে তাঁর পক্ষে স্পিকারের সামনে হাজির হওয়া সম্ভব নয়।