উত্তরবঙ্গে বৃষ্টির দেখা মিললেও এখনও অবধি তেমনভাবে ভাগ্যের শিঁকে ছিঁড়ছে না দক্ষিণবঙ্গের। রেকর্ড গরমে হাঁসফাঁস করছেন দক্ষিণবঙ্গবাসী। এরই মাঝে কাটা ঘায়ে নুনের ছিঁটের মতো পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।
ভারতীয় আবহাওয়া বিভাগের তরফ থেকে জানানো হয়েছে, এবার দক্ষিণ বঙ্গে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হবে। আরও বলা হয়েছে, ১৪-১৬ এপ্রিল পাঞ্জাব, হরিয়ানা-চণ্ডীগড়-দিল্লি জুড়ে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে এবং ১৭ ও ১৮ এপ্রিল একই অঞ্চলের বিচ্ছিন্ন পকেটে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে।
এছাড়া ১৪ এপ্রিল মান্নার উপসাগর, কোমোরিন অঞ্চল এবং দক্ষিণ-পূর্ব আরব সাগরের উপর দিয়ে এবং কেরালা উপকূল ও লাক্ষাদ্বীপ এলাকায় ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের এই অঞ্চলগুলিতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
দক্ষিণে দুই মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টি, সেই সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে ৷ উত্তরে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কথা জানিয়েছে হাওয়া অফিস ৷
এদিকে বৃষ্টির অভাবে নাভিশ্বাস উঠছে কলকাতাবাসীর। জেলাগুলিতে বৃষ্টি হলেও কলকাতায় এখনও অবধি এক ফোঁটাও বৃষ্টি হয়নি। সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ।