আবারও বিতর্কে (Visva Bharati University) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। নির্ধারিত সময়ে না হলেও অকাল বসন্ত উৎসব কে ঘিরে ফের বিতর্কে রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। বসন্ত ঋতু নয়, চৈত্রের শেষে অকাল বসন্ত উৎসব করে সমালোচনার মুখে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এই অকাল বসন্ত বন্দনা অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটক এমনকি সংবাদমাধ্যমের কর্মীদের ও প্রবেশাধিকার নিষেধাজ্ঞা জারি রয়েছে।।
শান্তিনিকেতনের অন্যতম দুটি বড় উৎসব পৌষ মেলা ও বসন্ত উৎসব। অভিযোগ উপাচার্য পদে বিদ্যুৎ চক্রবর্তী আসার পর থেকেই এই উৎসব বন্ধ করে দিয়েছেন শান্তিনিকেতনে। নির্ধারিত সময়ে অনুষ্ঠান করছে না কর্তৃপক্ষ।
যদিও চলতি বছর নির্ধারিত সময়ে বসন্ত উৎসব করতে চেয়েছিল বিশ্বভারতী এমনটাই দাবি করেছিল। কর্তৃপক্ষের অ়ভিযোগ, ছাত্র আন্দোলনের জেরে তা সম্ভব হয়নি। আরও অভিযোগ, রাজ্য সরকার ও বীরভূম জেলা প্রশাসনের সহযোগিতা পাওয়া যায় না বলেও কর্তৃপক্ষ উৎসব অনুষ্ঠান করতে পারে না।