ATK Mohun Bagan : পবিত্র রমজান মাসে বাগান সমর্থকদের উপহার হুগোর

পবিত্র রমজান মাসে সমর্থকদের উপহার দিলেন হুগো বুমোস। মঙ্গলবার এএফসি কাপ ম্যাচের আগে সবুজ মেরুন (ATK Mohun Bagan) সমর্থকদের মধ্যে টিকিট বিলি করলেন তিনি। আগামীকাল…

পবিত্র রমজান মাসে সমর্থকদের উপহার দিলেন হুগো বুমোস। মঙ্গলবার এএফসি কাপ ম্যাচের আগে সবুজ মেরুন (ATK Mohun Bagan) সমর্থকদের মধ্যে টিকিট বিলি করলেন তিনি। আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ।

জানা গিয়েছে, শ্রীলঙ্কার ক্লাব ব্লু স্টারের বিরুদ্ধে ম্যাচের কিছু টিকিট কিনেছিলেন হুগো। ১৫ হাজার টাকার টিকিট কিনেছিলেন তিনি। যে তরুণ বাগান সমর্থকরা টিকিট কিনতে পারছিলেন না তাঁদের উপহার হিসেবে সেই টিকিট ভাগ করে দিয়েছেন এটিকে মোহন বাগানের এই মিডফিল্ডার।

   

সংবাদ সংস্থায় স্থানীয় আয়োজক কমিটির এক কর্তা জানিয়েছিলেন, ‘অনলাইন টিকিটের দাম রাখা হয়েছে ৩০০ ও ৫০০ টাকা। দর্শকদের জন্য ৩৩ হাজার আসন রাখা হবে। যার মধ্যে ১০ হাজার আসন মোহনবাগান সদস্যের জন্য সংরক্ষিত। বাকি আসন সর্বসাধারণের জন্য ধার্য করা হয়েছে।’

সমর্থকদের সামনে খেলার জন্য মুখিয়ে রয়েছেন সবুজ মেরুন ফুটবলাররা। ম্যাচের আগের সাংবাদিক সম্মেলনে কোচ হুয়ান ফেরান্ডো বলেছেন, ‘আমরা ভীষণ উত্তেজিত। সমর্থকদের সামনে ম্যাচে নামা ফুটবলারদের জন্য বড় বিষয়। দু’বছর পর এটা হতে চলেছে, দারুণ ব্যাপার।’

জনি কাউকোর মতে, ‘আমরা কী করতে পারি সেটা প্রমাণ করে দেখানোর মঞ্চ এই এএফসি কাপ। আশা করছি গতবারের থেকে এবার আমাদের পারফরম্যান্স আরও ভালো হবে।’