Pakistan: নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের আগে স্বাধীনতা যুদ্ধের আহ্বান ইমরানের

পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে মুখ খুলেছেন ইমরান খান। এই ক্ষমতাচ্যুতির পিছনে বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন তিনি। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, শাসন…

Pakistan: নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের আগে স্বাধীনতা যুদ্ধের আহ্বান ইমরানের

পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে মুখ খুলেছেন ইমরান খান। এই ক্ষমতাচ্যুতির পিছনে বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন তিনি। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, শাসন পরিবর্তনে বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে পাকিস্তানের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছে।

সোমবার পাকিস্তান পার্লামেন্টে প্রধানমন্ত্রী নির্বাচন। বিরোধী দলনেতা শাহবাজ শরিফকে প্রধানমন্ত্রী মনোনীত করেছে তাঁর জোট। তিনিই প্রধানমন্ত্রী হবেন। কারণ, পার্লামেন্টে সংখ্যা গরিষ্ঠতা নেই ইমরান খানের তেহরিক ই ইনসাফ দলের।

শাহবাজ শরিফ হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী নাওয়াজ শরিফের ভাই। ১৯৯৭ সালে তিনি প্রথম পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হন। ১৯৯৯ সালে সামরিক অভু্যত্থানের মাধ্যমে সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি কারাবন্দি এবং পরে সৌদি আরবে নির্বাসিত হন। ২০০৭ সালে পাকিস্তানে ফিরে আসেন। ২০০৮ সালের সাধারণ নির্বাচনে শরিফ দ্বিতীয় মেয়াদের জন্য পাক পাঞ্জাবে মুখ্যমন্ত্রী হন। ২০১৩ সালে তিনি তৃতীয়বার মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। এরপর ২০১৮ সাল থেকে তিনি বিরোধী দলের নেতা।

Advertisements

শহবাজ শরিফকে বিরোধী জোটের নেতা করে অনাস্থা ভোট হয়। সেই ভোটে হেরেছেন ইমরান খান। ক্ষমতাচ্যুত হওয়ার পর পাকিস্তানবাসীকে এক হওয়ার আহ্বান জানান ইমরান খান। তাঁর দল তেহরিক ই ইনসাফের সমর্থকরা পাকিস্তান জুড়ে বিক্ষোভ সমাবেশ করছেন।

ইমরান খান টুইট করেছেন, ‘১৯৪৭ সালে পাকিস্তান একটি স্বাধীন রাষ্ট্র হয়। কিন্তু শাসন পরিবর্তনে বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে আজ আবার পাকিস্তানের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছে। দেশের জনগণই সর্বদা তাদের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা করে।