Nadia: পলাতক ‘বাংলার হাতরাস’ কাণ্ডের অভিযুক্ত হাঁসখালির টিএমসি পরিবার

নাবালিকা প্রেমিকাকে জন্মদিনের পার্টিতে ডেকে ধর্ষণ ও পুড়িয়ে খুনে মূল অভিযুক্ত ধৃত। তবে তার পরিবার পলাতক। পরিস্থিতি এমন যে নদিয়া (Nadia) জেলা তৃণমূল কংগ্রেসকে এ…

Hanskhali accused

নাবালিকা প্রেমিকাকে জন্মদিনের পার্টিতে ডেকে ধর্ষণ ও পুড়িয়ে খুনে মূল অভিযুক্ত ধৃত। তবে তার পরিবার পলাতক। পরিস্থিতি এমন যে নদিয়া (Nadia) জেলা তৃণমূল কংগ্রেসকে এ বিষয়ে মুখ খুলতে নিষেধাজ্ঞা এসেছে কালীঘাট থেকে। জেলা নেতৃত্ব কিছু বলতে নারাজ। এদিকে অভিযুক্তর পরিবার টিএমসি সমর্থক হওয়ায় আরও বিব্রত শাসক দল।

Advertisements

গত সোমবার এই ঘটনা ঘটে নদিয়ার হাঁসখালি এক নম্বর ব্লকের গাজনা গ্রাম পঞ্চায়েতের শ্যামনগরে। গাজনা গ্রাম পঞ্চায়েতের সদস্য সমর গোয়ালার ছেলে ব্রজগোপালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ।  সে ধৃত।

   

স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা সমর গোয়ালার ছেলে ব্রজগোপাল গোয়ালার বিরুদ্ধে ধর্ষণ, খুন-সহ কয়েকটি ধারায় মামলা রুজু করা হয়েছে। গত শনিবার হাঁসখালি থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা নাবালিকার বাবা এবং মা। এর পর থেকে বেপাত্তা ব্রজগোপালের বাবা তৃণমূল নেতা সমর গোয়ালা।

Advertisements

অভিযোগ, গত সোমবার ব্রজগোপালের জন্মদিনের অনুষ্ঠান ছিল। আমন্ত্রণ জানানো হয় বগুলার বাসিন্দা ওই নাবালিকাকে। ওই নাবালিকার আত্নীয়দের অভিযোগ, সেখানেই ধর্ষণ করা হয়। তারা জানান, ব্রজগোপালের বাড়ির লোকেরা বলেছিল মেয়েটি অসুস্থ হয়ে পড়েছে। হাসপাতালে নিয়ে যেতে নিষেধ করা হয় বলে অভিযোগ।