বরানগর ২৮ নম্বর ওয়ার্ড নিয়োগী পাড়ায় একটি আবাসনে বসবাস করতেন স্বামী দেবকৃষ্ণ বাসু (৬৫) ও স্ত্রী অর্চনা সিনহা(৬০)। শনিবার সকালে আবাসনের ঘরের ভেতর থেকে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার করে বরানগর থানার পুলিশ।
পুলিশের অনুমান ব্যবসা জনিত কারণে বাজারে প্রচুর দেনা হয়ে গেছিল দেবকৃষ্ণ বাসুর,আর তার জেরেই স্ত্রীকে বিষ খাইয়ে নিজে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন স্বামী-স্ত্রী। মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে বরানগর থানার পুলিশ, আবাসন থেকে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার করে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বরানগর থানার পুলিশ, দেনা সংক্রান্ত বিষয়।