East Bengal : বৈঠকে বসতে চলেছেন কর্তারা, সমর্থকরা শীঘ্রই পেতে পারেন সুখবর

ট্রান্সফার ব্যান তোলার জন্য উদ্যোগী ইস্টবেঙ্গল (East Bengal) কর্তারা। শীঘ্রই তাঁরা বৈঠকে বসতে পারেন বলে খবর। যে ফুটবলারদের বেতন বকেয়া রয়েছে তাঁদের সঙ্গেও কথা বলা…

ট্রান্সফার ব্যান তোলার জন্য উদ্যোগী ইস্টবেঙ্গল (East Bengal) কর্তারা। শীঘ্রই তাঁরা বৈঠকে বসতে পারেন বলে খবর। যে ফুটবলারদের বেতন বকেয়া রয়েছে তাঁদের সঙ্গেও কথা বলা হবে বলে মনে করা হচ্ছে।

শুক্রবারের আপডেট, ট্রান্সফার ব্যান তোলার জন্য দ্রুত সিদ্ধান্তে আসতে চাইছেন লাল হলুদ কর্তারা। সূত্রের খবর, খবর কিছু দিন আগে বৈঠকে বসেছিলেন ইস্টবেঙ্গল কর্তারা। সেখানে ক্লাবে খেলে যাওয়া ফুটবলারদের বকেয়া বেতন প্রসঙ্গে আলোচনা হয়েছে। কাগজপত্র জোগাড় করার কাজ ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে ক্লাবের পক্ষ থেকে।

কেভিন লোবো, রিনো অ্যান্টো, সিকে বিনীত, কিগান পেরেরা, গিরিক খোসলা, অনিল চৌহান এবং ইউজেনসন লিংডো কলকাতার জায়ান্ট ক্লাবটির বিরুদ্ধে টাকা না মেটানোর অভিযোগ জানিয়েছে কমিটিতে। জানা গিয়েছে, লোবোর ৪১ লক্ষ টাকা, অ্যান্টোর ২৬ লক্ষ, বিনীত ও লিংডোর ২১ লক্ষ, পেরেরার ১৬.৮০ লক্ষ, চৌহানের ১০.২৮ লক্ষ এবং খোসলা ৬.৩০ লক্ষ টাকা পাবেন।

মনে করা হচ্ছে উক্ত ফুটবলারদের সঙ্গে কথা বলবেন ক্লাব কর্তারা। আলোচনার মাধ্যমে টাকার অংক কমানোর চেষ্টা করা হতে পারে।