পুরুলিয়ার ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনায় সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা করার আবেদন করে রাজ্য সরকার। এদিকে মামলা করার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, নিয়ম মেনে মামলা করতে হবে। তারপর লিস্ট এ শুনানির দিন স্থির হবে।
সম্প্রতি পুরুলিয়া ঝালদা কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনার তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেয় কলকাতা হাইকোর্ট।
মৃতের স্ত্রী পূর্ণিমা কান্দু প্রশ্ন তুলেছেন, সিবিআই তদন্তে রাজ্য কেন বাধা দিচ্ছে? রামপুরহাটকাণ্ডে তো বাধা দেওয়া হয়নি। তপন কান্দু কংগ্রেস করতেন বলেই কি বাধা দেওয়া হচ্ছে? এই খুনের ঘটনায় তৃণমূল কংগ্রেস নেতারা, পুলিশ জড়িত রয়েছে। রাজ্য সরকার ভয় পাচ্ছে নিশ্চয়ই। রাজ্য সরকার কাউকে কি আড়াল করার চেষ্টা করছে?’ প্রশ্ন তুলেছেন নিহত কাউন্সিলরের স্ত্রী।