অপ্রত্যাশিত জয়। এটিকে মোহন বাগানের ATK Mohun Bagan) বিরুদ্ধে নামার আগে জয় পেল শ্রীলঙ্কার ক্লাব ব্লু স্টার। নেপালের মাচিন্দ্রাকে ১-২ গোলে হারিয়েছে তারা।
দ্বীপ রাষ্ট্রের চ্যাম্পিয়ন দল ব্লু স্টার। অন্য দিকে নেপালের হেভিওয়েট দল বলে পরিচিত মাচিন্দ্রা। ম্যাচ শুরুর আগে ফেভারিট ছিল পাহাড়ি দলটি। ব্লু স্টারের এই জয় তাই অনেকের কাছেই অপ্রত্যাশিত। এএফসি কাপ (AFC Cup) অভিযানে এটিকে মোহন বাগানের বিরুদ্ধে খেলা রয়েছে লঙ্কান বাহিনীর।
এটিকে মোহন বাগানের সামনে আপাতত বাছাই পর্বের একটি ম্যাচ। খেলা ১২ এপ্রিল। বল গড়াবে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। ১২ এপ্রিলের ম্যাচে জিততে পারলে বাগানের পরের ম্যাচ হবে ১৯ এপ্রিলে।
We will be taking on Sri Lankan club Blue Star FC in AFC Cup Preliminary Round at the Salt Lake Stadium on 12th April!
Be there to show your support, book your tickets here: https://t.co/dEY6sz6PF2#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon #MarinersInAsia pic.twitter.com/ib424vfqxC
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) April 5, 2022