Sports News : দলকে ভালো খেলতে হবে। নাহলে মিলতে পারে হতাশজনক ফল। কোচ ইগোর স্টিম্যাচের পারফরম্যান্সের ক্ষেত্রেও এই কথা প্রযোজ্য। কারণ তাঁকে পদ থেকে সরানোর দাবি ক্রমে চড়ছে ভারতীয় ফুটবল সমর্থকদের মধ্যে।
বাহারিন, বেলারুশ দুই দলের বিরুদ্ধে জঘন্য ফুটবল খেলেছিল টিম ইন্ডিয়া। ভারতীয় ফুটবল অনুরাগীরা রীতিমত হতাশ হয়েছিলেন। যে ফুটবলাররা ইন্ডিয়ান সুপার লিগে আশাপ্রদ পারফরম্যান্স করলেন তাঁরাই খেললেন ভুলে ভরা ফুটবল। অনেকেই কাঠগড়ায় তুলেছেন ইগোর স্টিম্যাচকে।
কিছুদিন আগে রেনেডি সিং বলেছিলেন, আরও কয়েকটা ম্যাচে কোচকে সুযোগ দেওয়া হোক। সফল না হলে অন্য কিছু ভাবা যেতে পারে।
দল যে আগামী দিনে দারুণ কিছু করে দেখাবে এমন কোনও সংকেত ইতিপূর্বে পাওয়া যায়নি। বরং গত ম্যাচগুলোতে সেই লংবল থিওরিতে আস্থা রেখেছিলেন হাইপ্রোফাইল ডাচ কোচ।
২০২৩ সালে বসবে এশিয়ান কাপের আসর। এই টুর্নামেন্টের যোগ্যতা অর্জন করা ভারতের কাছে পাখির চোখ। অ্যাসিড টেস্ট হতে পারে হেডস্যারের জন্য। পরীক্ষায় সফল না হলে যেতে পারে মোটা বেতনের চাকরি।