রাজস্থান ইউনাইটেডের এই লেফট ব্যাককে দলে টানার পথে শ্রীনিধি

এবারের ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই ঘর গোছাতে শুরু করে দিয়েছিল প্রত্যেকটি ফুটবল ক্লাব। আইএসএল হোক কিংবা আইলিগ। প্রত্যেক ক্ষেত্রেই যথেষ্ট সক্রিয়তা দেখাতে শুরু করে…

Abhash Thapa

এবারের ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই ঘর গোছাতে শুরু করে দিয়েছিল প্রত্যেকটি ফুটবল ক্লাব। আইএসএল হোক কিংবা আইলিগ। প্রত্যেক ক্ষেত্রেই যথেষ্ট সক্রিয়তা দেখাতে শুরু করে ফুটবল দল গুলি। নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলোয়াড়দের চূড়ান্ত করার কাজ অনেকটাই এগিয়ে নিয়েছিল সকলে। প্রথমদিকে কলকাতা ময়দানের দুই প্রধান তথা ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্টের নাম ব্যাপকভাবে উঠে আসতে শুরু করলেও পরবর্তীতে যথেষ্ট সক্রিয়তা দেখাতে থাকে অন্যান্য ফুটবল ক্লাব গুলি।

সেক্ষেত্রে খুব একটা পিছিয়ে নেই আইলিগের ক্লাব শ্রীনিধি ডেকান এফসি (Sreenidi Deccan FC)। গত মরসুমে হতাশাজনক পারফরম্যান্সের জন্য অনেক আগেই চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে ছিটকে গিয়েছিল এই ফুটবল ক্লাব। তবুও ভালো ফুটবলের মধ্যে দিয়ে সিজন শেষ করার পরিকল্পনা থাকলেও সেটা কার্যকরী হয়নি। যারফলে নবম স্থানে থেকেই আইলিগ শেষ করেছিল আইলিগের এই ফুটবল দল। সেই হতাশা কাটিয়ে এবার নতুন সিজনে ভালো পারফরম্যান্স করতে বদ্ধপরিকর এই ফুটবল দল। সেইমতো গত কয়েক মাসে একাধিক দাপুটে ফুটবলারদের দলে যুক্ত করেছিল ম্যানেজমেন্ট।

   

যার মধ্যে রয়েছে প্রতিপক্ষ দল আইজল এফসি থেকে শুরু করে আরও একাধিক দলের ফুটবলার। কিন্তু সেখানেই শেষ নয়। এবার এই তালিকায় যুক্ত হতে পারেন বছর ছাব্বিশের এক ডিফেন্ডার। তিনি আভাস থাপা। যদিও এখনও পর্যন্ত স্পষ্ট নয় বিষয়টি। উল্লেখ্য, শেষ ফুটবল সিজনে আইলিগের শক্তিশালী ফুটবল ক্লাব রাজস্থান ইউনাইটেডের সঙ্গে যুক্ত ছিলেন এই ফুটবলার। দলের হয়ে খেলেছিলেন প্রায় কুড়িটির ও বেশি ম্যাচ। যার মধ্যে একটি গোল ও ছিল এই লেফট ব্যাকের। তবে কিছুদিন আগেই তাঁর সঙ্গে চুক্তি শেষ হয়েছে সেই ফুটবল দলের।

Advertisements

তারপর থেকেই এই ফুটবলারকে দলে টানতে আগ্ৰহ প্রকাশ করেছে হায়দরাবাদের এই ফুটবল ক্লাব। শোনা যাচ্ছে, সব ঠিকঠাক থাকলে দীর্ঘমেয়াদি চুক্তিতে এই খেলোয়াড়কে দলে সই করাতে পারে শ্রীনিধি ডেকান এফসি। এখন সেদিকেই নজর রয়েছে সকলের।