বৃষ্টিতে ভিজেই কাটবে সপ্তাহান্ত! কবে মিলবে রোদের দেখা?

কলকাতা: দক্ষিণবঙ্গের আকাশে ফের সক্রিয় নিম্নচাপ। বৃহস্পতিবার রাত থেকেই শুরু হওয়া বৃষ্টির দাপট শুক্রবার আরও তীব্র রূপ নিল। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ ওড়িশা এবং…

monsoon rains in West Bengal

কলকাতা: দক্ষিণবঙ্গের আকাশে ফের সক্রিয় নিম্নচাপ। বৃহস্পতিবার রাত থেকেই শুরু হওয়া বৃষ্টির দাপট শুক্রবার আরও তীব্র রূপ নিল। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ ওড়িশা এবং দক্ষিণ ছত্তিশগঢ়ের উপর তৈরি নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে গোটা দক্ষিণবঙ্গেই ঝড়-বৃষ্টি জারি থাকবে। আজ, ২২ অগাস্ট থেকেই বৃষ্টির মাত্রা আরও বাড়বে বলে পূর্বাভাস।

কোন কোন জেলায় বৃষ্টি বেশি?

আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে একাধিক জায়গায় ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেমি) নামতে পারে। কলকাতা ও হাওড়াতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।

   

কতদিন চলবে এই ভিজে আবহাওয়া? monsoon rains in West Bengal

আবহাওয়া দফতর জানিয়েছে, অন্তত শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে নিম্নচাপজনিত বৃষ্টি জারি থাকবে। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। রবিবার পর্যন্ত মুর্শিদাবাদ, নদিয়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় আরও প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতাতেও সপ্তাহান্তে চলবে টানা হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে আগামী মঙ্গলবার থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা।

উত্তরবঙ্গের ছবিও ভিজে

আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবার শনিবার ও রবিবার মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও নামতে পারে ভারী বৃষ্টি।

Advertisements

দক্ষিণ থেকে উত্তর-পুরো বাংলাই নিম্নচাপের বৃষ্টিতে ভিজে উঠবে বলে ইঙ্গিত আলিপুর আবহাওয়া দফতরের। সপ্তাহান্ত কাটবে ভিজে স্নিগ্ধতায়, সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা।

West Bengal: Intense monsoon rains predicted for South Bengal as a low-pressure system becomes active. Learn about which districts will be affected by heavy downpours, the duration of the wet spell, and the weather forecast for North Bengal.