হলদিয়া: প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিনকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়ে পড়লেন পূর্ব মেদিনীপুরের হলদিয়ার তৃণমূল বিধায়ক (TMC MLA) তাপসী মণ্ডল। সোমবার অর্থাৎ ২০শে অগস্ট ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৮২তম জন্মদিন। কিন্তু ওই দিনই সামাজিক মাধ্যমে প্রয়াণ দিবস লিখে ফেসবুক পোস্ট করেন তাপসী মণ্ডল। মুহূর্তে রাজনৈতিক মহলে তীব্র সমালোচনার ঝড় ওঠে। কংগ্রেস থেকে বিজেপি— দুই বিরোধী দলের তরফেই ক্ষোভ উগরে দেওয়া হয় এই ঘটনার জন্য।
প্রসঙ্গত, সারা দেশে কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে রাজীব গান্ধীর জন্মদিন উপলক্ষে একাধিক কর্মসূচি আয়োজন করা হয়েছিল। বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও রাজীব গান্ধীর জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। একইভাবে তৃণমূল নেতারাও শুভেচ্ছা ও শ্রদ্ধার বার্তা দেন। কিন্তু এই আবহে হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল নিজের ফেসবুক প্রোফাইলে রাজীব গান্ধীর জন্মদিনকে “প্রয়াণ দিবস” হিসেবে উল্লেখ করেন। স্বাভাবিকভাবেই তা নিয়ে শোরগোল শুরু হয়।
কিছুক্ষণের মধ্যেই পোস্টটি ডিলিট করা হয়। পরে তাপসী মণ্ডল দাবি করেন, “ভুলবশত এই পোস্ট হয়েছে। আমার প্রোফাইল অন্য একজন পরিচালনা করেন। আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।” তবে সেই সাফাইয়ের পরেও বিতর্ক থামেনি।
পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস সভাপতি শম্ভু চরণ ভূঁইয়া কটাক্ষ করে বলেন, “আমরা দীর্ঘদিন ধরে কংগ্রেস করছি। তাপসী মণ্ডল আগে বামফ্রন্ট করতেন, পরে বিজেপি, এখন তৃণমূল করছেন। অন্তত রাজীব গান্ধীর জন্মদিন ও প্রয়াণ দিবসের মধ্যে পার্থক্য জানার জ্ঞান থাকা উচিত।”
বিজেপির পক্ষ থেকেও তীব্র আক্রমণ শোনা যায়। মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলার বিজেপি নেতা আশীষ মণ্ডল বলেন, “বিধায়কের মাথা খারাপ হয়ে গিয়েছে। তাই জন্মদিনকে প্রয়াণ দিবস হিসেবে ফেসবুকে লিখেছেন। বিধানসভা নির্বাচন যত এগোবে, তৃণমূল নেতাদের থেকে আরও এরকম ভুল পোস্ট সামনে আসবে।”
উল্লেখ্য, তাপসী মণ্ডল প্রথমে ২০১৬ সালে সিপিএমের প্রার্থী হিসেবে হলদিয়া থেকে জিতে বিধায়ক হন। পরে ২০২১ সালের নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন এবং অমিত শাহের উপস্থিতিতে বিজেপির টিকিটে লড়েন। সেবারই তিনি জয়লাভ করেন। কিছুদিন পর তাঁকে তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি করা হয়। তবে ধীরে ধীরে বিজেপির সঙ্গে তাঁর দূরত্ব বাড়তে থাকে। গত কয়েক মাস আগে তিনি কলকাতায় আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেন। বর্তমানে তিনি তৃণমূল বিধায়ক ও নেত্রী হিসেবে কাজ করছেন।
এই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আবারও রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রে উঠে এসেছেন তাপসী মণ্ডল। বিশেষত রাজীব গান্ধীর মতো জাতীয় নেতার জন্মদিন নিয়ে বিভ্রান্তিকর পোস্ট ঘিরে তৃণমূলের ভাবমূর্তি নিয়েও প্রশ্ন তুলছে বিরোধীরা। যদিও বিধায়ক নিজে বিষয়টিকে ‘ভুলবশত ঘটে যাওয়া ঘটনা’ বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন।
তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, তাপসী মণ্ডলের ঘন ঘন দলবদল, কখনও সিপিএম, কখনও বিজেপি, আবার বর্তমানে তৃণমূল— এই ধরনের বিতর্ক তাঁর রাজনৈতিক অবস্থান ও গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলছে। এখন দেখার বিষয়, এই ঘটনার জেরে দলের অন্দরমহলে তাঁর অবস্থান কতটা টলে যায়।
সারকথা, রাজীব গান্ধীর জন্মদিনকে প্রয়াণ দিবস বলে উল্লেখ করে ফেসবুকে পোস্ট করে আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে তাপসী মণ্ডল। যদিও ক্ষমা চাইলেও বিরোধীরা তাঁকে ছাড় দিচ্ছে না।