ওডিশা এফসিতে সই করে ফেলেছেন মহামেডানের এই রাইট ব্যাক

দাপুটে পারফরম্যান্স দিয়ে গত আইএসএল শুরু করেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। প্রথম ম্যাচে জয় না আসলেও দ্বিতীয় ম্যাচে অতি সহজেই তাঁরা আটকে দিয়েছিল শক্তিশালী…

Vanlalzuidika

দাপুটে পারফরম্যান্স দিয়ে গত আইএসএল শুরু করেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। প্রথম ম্যাচে জয় না আসলেও দ্বিতীয় ম্যাচে অতি সহজেই তাঁরা আটকে দিয়েছিল শক্তিশালী এফসি গোয়াকে। তারপর টুর্নামেন্টের প্রথম অ্যাওয়ে ম্যাচে চেন্নাইয়িন এফসিকে হারিয়ে এসেছিল প্রথম জয়। সেই নিয়ে কার্যত খুশির আবহ দেখা দিয়েছিল সাদা-কালো সমর্থকদের মধ্যে। কিন্তু সেই ছন্দ বজায় ছিল না বেশিদিন। পরের ম্যাচেই জোর ধাক্কা খেতে হয়েছিল দলকে। আটকে যেতে হয়েছিল পড়শী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টের কাছে। তারপর থেকে একের পর এক ম্যাচ খেলে ও জয়ের সরণিতে ফেরা সহজ ছিল না তাঁদের কাছে।

Also Read | মাঠে ফেরার জন্য মুখিয়ে মাদিহ তালাল, দিলেন আপডেট

   

সময় এগোনোর সাথে সাথেই যথেষ্ট পিছিয়ে যেতে শুরু করেছিল এই ফুটবল দল। স্বাভাবিকভাবেই যার প্রভাব পড়েছিল পয়েন্ট টেবিলে। শেষ পর্যন্ত অনবদ্য পারফরম্যান্স করে ও খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি তাঁদের পক্ষে। শেষ পর্যন্ত পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে থেকেই নিজেদের অভিযান শেষ করেছিল রেড রোডের এই ক্লাব। তাঁর পাশাপাশি দেখা দিয়েছিল ক্লাবের নানা বিধ সমস্যা। সেই সমস্ত কিছু ভুলে কলিঙ্গ সুপার কাপ থেকে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা থাকলেও প্রথম ম্যাচে বিরাট বড় ব্যবধানে পরাজিত হয়ে ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্ট থেকে। যারফলে খালি হাতেই গত মরসুম শেষ করেছে রেড রোডের এই ফুটবল ক্লাব।

Also Read | শিলং লাজংকে হারিয়ে টানা দ্বিতীয়বার ডুরান্ডের ফাইনালে নর্থইস্ট

Advertisements

নতুন সিজনে দল গঠনের দিকে বাড়তি নজর দেওয়ার পরিকল্পনা থাকলেও দেখা দেয় একাধিক সমস্যা।‌ এই সুযোগ কাজে লাগিয়েই মহামেডান স্পোর্টিং ক্লাবের একাধিক ফুটবলারদের দলে টানতে মরিয়া প্রতিপক্ষ দল গুলি। যার মধ্যে গত বেশ কয়েক মাস ধরেই ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে ভ্যানলালজুইডিকার (Vanlalzuidika Chhakchhuak) নাম। গত মে মাসেই তাঁর সঙ্গে চুক্তি শেষ হয়েছে সাদা-কালো শিবিরের। তারপর থেকেই ইস্টবেঙ্গল সহ আরও একাধিক ফুটবল ক্লাবের নজর ছিল এই মিজো ডিফেন্ডারের দিকে। তবে বাকিদের তুলনায় অনেকটাই এগিয়েছিল জগন্নাথের রাজ্যের দল।

Also Read | ওডিশা এফসিতে যোগ দিয়েছেন বাগানের এই প্রাক্তন ডিফেন্ডার

সেটাই হল শেষ পর্যন্ত। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, দলের রিজার্ভ বেঞ্চে কথা মাথায় রেখে একাধিক দাপুটে ফুটবলারদের দলে টেনেছে ওডিশা (Odisha FC)। যাদের মধ্যে অন্যতম জুইডিকা। সব ঠিকঠাক থাকলে আসন্ন সুপার কাপে দলের হয়ে খেলতে দেখা যেতে পারে এই ফুটবলারকে। ‌