Barcelona vs Sevilla : বাঁধিয়ে রাখার মতো গোল। দু’জনকে কাটিয়ে বক্সের বাইরে থেকে শট। গোলরক্ষককে পরাস্ত করে বল জড়াল জালে। গোল কর্তা উনিশ বছর বয়সী পেদ্রি (Pedri)।
When @Pedri blows your mind pic.twitter.com/Lh3KNxc1kY
— FC Barcelona (@FCBarcelona) April 3, 2022
ভারতীয় সময় অনুযায়ী সোমবার ভোর-রাতে ঘরের মাঠে ম্যাচ ছিল বার্সেলোনার। প্রতিপক্ষ সেভিয়া। পরিসংখ্যান কিংবা টিম লাইনআপ অনুযায়ী ধারে-ভারে বার্সা এগিয়ে ছিল। তবুও সম্প্রতি অতীত অভিজ্ঞতা খুব একটা ভালো নয় ক্যাম্প ন্যু অধিবাসীদের।
গোটা ম্যাচে অধিকাংশ সময়ে আধিপত্য ছিল বার্সার। সেভিয়া রক্ষণে আছড়ে পড়েছিল একের পর আক্রমণ। সেভিয়াও কিছু আক্রমণ শানিয়েছিল সুযোগ বুঝে। বার্সা দুর্গের আগে এদিন ফর্মে ছিলেন পিকে। তাঁর দক্ষতায় হার মেনেছে সেভিয়া অ্যাটাকিং লাইন। গোল রক্ষক টার স্তেগানের প্রচেষ্টাও প্রশংসনীয়।
তবে এ’দিন ম্যাচের স্পটলাইটের অনেকটাই চলে গিয়েছিল তরুণ পেদ্রির দিকে। ছেলেটার বয়স মাত্র ১৯। কিন্তু পায়ে কি স্কিল! ম্যাচের সত্তর মিনিটের পর ডান প্রান্ত থেকে বল পেয়েছিলেন তিনি। সেভিয়ার দু’জনকে ড্রিবল করে এগিয়ে গিয়েছিলেন প্রতিপক্ষের ডি বক্সের কাছে। বার্সার তরুণ প্রতিভার স্কিলের কাছে হার মেনে সেভিয়ার একজন তখনও মাটি ধরে রয়েছেন। গোল রক্ষকের পজিশন দেখে নিখুঁত শট। বাহাত্তর মিনিটে আনন্দের জোয়ার বার্সেলোনার ঘরের মাঠে।
সুযোগের সদ্ব্যবহার করতে পারলে আরও গোল করতে পারত বার্সেলোনা। জাভি ম্যানেজার হিসেবে নিযুক্ত হওয়ার পর বার্সেলোনা যেন বদলে গিয়েছে। তেল দেওয়া মেশিনের মতো ছুটছে গোটা টিমটা। ২৯ ম্যাচ খেলে লা লিগা ক্রম তালিকা বার্সেলোনা এখন দ্বিতীয় স্থানে। প্রাপ্ত পয়েন্ট ৫৭। প্রথম স্থানে থাকা রিয়াল মাদ্রিদের প্রাপ্ত পয়েন্ট ৬৯। বারো পয়েন্টের ব্যবধান।