Murshidabad: বাংলায় ডেঙ্গুর বাড়বাড়ন্ত। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২ সপ্তাহে পরপর দু-জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। শুধু ডেঙ্গু নয়, রাজ্যে আতঙ্ক সৃষ্টি করেছে ম্যালেরিয়াও। তবে সব থেকে বেশি আক্রান্তের খোঁজ মিলছে মুর্শিদাবাদে। ডেঙ্গু-ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা এই জেলায় হু হু করে বাড়ছে। পরিসংখ্যান বলছে, জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত ৭৫০ জন, ম্যালেরিয়াতে আক্রান্তের সংখ্যা প্রায় পৌনে আটশো।
স্বাস্থ্য দফতরের কর্তারা আশঙ্কা করছেন যে ডেঙ্গু-ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা আরও বাড়বে। চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত মুর্শিদাবাদে ম্যালেরিয়ায় আক্রান্ত ৭৭৫, যা গত বছর এই সময় ছিল ৭৮০। নবগ্রাম, সামসেরগঞ্জ, ভগবানগোলা ২ ব্লক ও রানিনগর এক ব্লকে সব থেকে বেশি ম্যালেরিয়ায়র প্রভাব এই বছর।
জেলা স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, নবগ্রামে ৯৫ জন, সামসেরগঞ্জে ৬১ জন, ভগবানগোলা দুই ব্লকে ৫৭ জন এবং রানিনগর এক নম্বর ব্লকে ৫০ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন। এই আক্রান্তদের মধ্যে বেশিরভাগ ভিন রাজ্য থেকে জ্বর নিয়ে জেলায় ফিরেছেন। পরীক্ষা করায় দেখা গিয়েছে তারা প্রত্যেকেই ম্যালেরিয়ায় আক্রান্ত।
অপর দিকে, জুলাইয়ের শেষে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ৫০০ জন। এই সংখ্যা বেড়ে ৭৫০ ছুঁয়েছে অগাস্টের তৃতীয় সপ্তাহে। জেলা স্বাস্থ্য দফতর সূত্রের খবর, ডেঙ্গু ও ম্যালেরিয়া আক্রান্তদের একটা বড় অংশ ভিন রাজ্য এবং কলকাতা ফেরত। ডেঙ্গু ও ম্যালেরিয়া মোকাবিলায় পদক্ষেপ নিচ্ছে স্বাস্থ্য দফতর। ১০ টি সন্দেহজনক জায়গা চিহ্নিত করা হয়েছে। সেসব জায়গায় মশানাশক স্প্রে করা হচ্ছে।
এই সময় ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি দেখা দিচ্ছে। জ্বর হলেই ডেঙ্গু-ম্যালেরিয়ার পরীক্ষা করতে বলা হচ্ছে। পজিটিভজ রিপোর্ট এলেই সেই মতো সেই রোগীর চিকিৎসা হচ্ছে। উল্লেখ্য, গত বছর শেষের দিকে অক্টোবর থেকে এবছর জানুয়ারি জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি ছিল। বর্তমানে ডেঙ্গু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ২০২৫ সালে এখনও পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের নিরিখে রাজ্যের শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ।