নয়াদিল্লি: ভারতের রাজনৈতিক অঙ্গনে ফের চমক দিল বিরোধী জোট INDIA অ্যাবায়েন্স। প্রাক্তন সুপ্রিম কোর্ট বিচারপতি সুদর্শন রেড্ডিকে ভাইস প্রেসিডেন্ট পদে মনোনীত করার ঘোষণা করল জোট। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, এটি বিরোধীদের একেবারে হিসেবি চাল, যা সরাসরি চাপে ফেলতে পারে এনডিএ-কে এবং বিশেষত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর মতো আঞ্চলিক মিত্রদের। কারণ, এনডিএ জোট প্রার্থীকে সরাসরি সমর্থন জানিয়েছে টিডিপি। আবার বিরোধী জোটের প্রার্থী তাঁর নিজেদের রাজ্য অর্থাৎ অন্ধ্রপ্রদেশের বাসিন্দা।
এক ঢিলে একাধিক রাজনৈতিক ফল হাসিলের কৌশল
বিরোধী শিবিরের তরফে শোনা যাচ্ছে, রাজনীতির বাইরের এক বিশ্বাসযোগ্য মুখকে মনোনীত করে তারা এক ঢিলে একাধিক রাজনৈতিক ফল হাসিল করতে চাইছে। বিচারপতি রেড্ডির ব্যক্তিগত সুনাম এবং নিরপেক্ষ ভাবমূর্তি এনডিএ-র জন্য চ্যালেঞ্জ তৈরি করবে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।
এনডিএ শিবিরে যেমন বিজেপির পাশাপাশি জোটসঙ্গী টিডিপি রয়েছে, তেমনই এই মনোনয়নকে কেন্দ্র করে নতুন করে মতভেদের সঞ্চার হতে পারে বলেও আশঙ্কা। বিশেষজ্ঞদের মতে, বিজেপির অঘোষিত প্রার্থী সমর্থন করার প্রশ্নে চন্দ্রবাবু নাইডু এবার অস্বস্তির মুখে পড়তে পারেন।
মল্লিকার্জুনকে ফোন প্রধানমন্ত্রীর INDIA alliance Vice President candidate
উল্লেখ্য, ইন্ডিয়া জোট যেন প্রার্থী না দেয়, সে আবেদন আগেই জানিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি. নাড্ডা। এনডিএ-র প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করতে বিরোধীদের সমর্থন চেয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে ফোন করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সরাসরি বিরোধী নেতাদের কাছে আবেদন জানিয়েছিলেন, যাতে তাঁরা এনডিএ-র মনোনীত প্রার্থীকেই সমর্থন করেন।
রাজনৈতিক সূত্রে ইঙ্গিত, এই মনোনয়নের মধ্য দিয়ে বিরোধী জোট শুধু প্রতীকী প্রার্থী ঘোষণা করেনি, বরং শাসকদলকে কৌশলী ঘেরাও করারও চেষ্টা করেছে। আগামী দিনে ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই তাই হয়ে উঠতে পারে আরও তাৎপর্যপূর্ণ, যেখানে বিচারপতি রেড্ডির ব্যক্তিগত ইমেজই বিরোধী জোটের মূল হাতিয়ার হয়ে উঠবে।
Bharat: The INDIA alliance has nominated former Supreme Court Justice Sudarshan Reddy for Vice President, a strategic move to challenge the NDA and put allies like Chandrababu Naidu in a difficult position. This is seen as a tactical masterstroke aimed at gaining credibility and creating rifts within the ruling coalition.