সপ্তম দশকের রাজা অজয়পাল চৌহান এই শহরে প্রতিষ্ঠান করেন দূর্গ। এই শহরের খ্যাতি খাজা মইনুদ্দিন চিস্তির দরগার জন্য। (Ajmer ) যে কারণেই এই শহরের অপর নাম আজমেঢ় শরিফ। কথিত অআছে যে স্বয়ং হজরথ মহম্মদের দৈব আদেশেই খাজা মইনুদ্দিন চিস্তি আজমেঢ় আসেন। তাঁর স্মৃতিতেই সম্রাট হুমায়ুন ইএ দরগা নির্মাণ করেন। এছাড়াও এখানে আছে ২০০০ ফুট পাহাড়ের মাথায় তারাগড় দুর্গ। সপ্তদশ শতকে রাজা অজয়পাল এই দূর্গ নির্মাণ করেন। এছাড়া রয়েছে সুভাষবাগের কাছে লাল পাথরের তৈরি জৈন মন্দির, আশা সাগর ও দৌলতবাগ।
নদী, চঞ্চল ঝর্ণা, জঙ্গল আর লেক- অল ইন ওয়ান ডেস্টিনেশন
কোথায় থাকবেন:
পুষ্কর থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে অবস্থিত আজমেঢ়। তাই থাকার জন্য ভাল । পুষ্করই রাজস্থান পর্যাটনের হোটেল সরোবর ( ০১৪৫২৭৭২০৮০ ), নন-এ সি ডবল বেডরুমের ভাড়া ১২০০ টাকা প্রতি রাতে ( ব্রেকফাস্ট-সহ ), এ সি ডবল বেডরুমের ভাড়া ১৯০০ টাকা প্রতি রাতে ( ব্রেকফাস্ট-সহ)। হোটেক পুষ্কর ইন ( ০১৪৫২৭৭২০১০ ) , নন-এ সি ডবল রুমের ভাড়া প্রতি রাতে১২০০ টাকা ( ব্রাকফাস্ট সহ ), এসি ডবল রুমের ভাড়া প্রতি রাতে ১৬০০ টাকা ( ব্রেকফাস্ট-সহ )। হোটেল কেশব প্যালেস (০১৪৫২৭৭৩১১৫) ভাড়া ৫০০-৭০০ টাকা প্রতি রাতে। ( Ajmer )
গরমে সিমলা যাচ্ছেন? এগুলো জেনে নিন
কী খাবেন ও কোথায় খাবেন: ( Ajmer )
- বৈশালি নগরে আপনি টেস্ট করতে পারেন বিখ্যাত ধান্না কি কচুরি। কারির সঙ্গে পরিবেশন করা হয় ডাল কচুরি। হলফ করে বলা যায় যে, এমন কচুরীর স্বাদ আপনি আগে কখনও পাননি।
- ১৮৭০ সালের তৈরি দোকান পুরানি মান্ডির মূলচাঁদ বুদ্ধামল। এখানকার ময়দা, ঘি, চিনি ও বাদাম দিয়ে তৈরি সোহান হালুয়া অবশ্যই খাবেন।
- নাসিরবাদ রোডে অবস্থিত মহাদেব ধাবা। এখানে চেখে দেখুন গাট্টে কি সবজি, কের সাংরী, সেই টমাটো ও পাড় সবজি।
পল্লব রাজাদের শিল্পনৈপুণ্যের দেখে চোখ ফেরাতে পারবেন না
কেনাকাটা: ( Ajmer )
মহিলা মান্ডি নাম থেকেই বোঝা যাচ্ছে যে বাজারটি মহিলাদের জন্য তৈরি। এখান থেকে কিনুন দোপাট্টা, লহেঙ্গা, জুতো, চুড়ি ও জুয়েলারি। এছাড়াও নালা বাজার থেকে কিনতে পারেন রাজস্থানি জামাকাপড় ও জুয়েলারি।