একজনকে দেখে সবাই অসুস্থ! প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর

রেড রোডে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে অসুস্থ হয়ে পড়েছে ৩৯ জন পড়ুয়া (CM)। তাদের সবাইকে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে। তড়িঘড়ি সেখানে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা…

CM

রেড রোডে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে অসুস্থ হয়ে পড়েছে ৩৯ জন পড়ুয়া (CM)। তাদের সবাইকে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে। তড়িঘড়ি সেখানে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। হাসপাতাল এমার্জেনন্সির সামনে দাঁড়িয়ে তিনি কথা বললেন সাংবাদিকদের সাথে। ঘটনার বিবরণ দিতে গিয়ে মমতা বললেন এই ঘটনা যত না বেশি শারীরিক তার চেয়েও বেশি মানসিক।

তিনি বলেন একজনের শারীরিক সমস্যা হচ্ছিল এবং সেই দেখে অন্যরাও আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়ে। মমতা স্পষ্ট বলেন এগুলো বাচ্চাদের মনের ব্যাপার একজনকে অসুস্থ হতে দেখলে সবাই একসাথে টেনশন করে। তিনি বলেন অনুষ্ঠানে প্রাতঃরাশ দেওয়ার ব্যবস্থা থাকে কিন্তু বাচ্চাদের সমস্যা তারা খেতে চায়না।

   

যার ফলে এই বিপত্তি। মমতা আশ্বাস দিয়ে বলেন এখন বাচ্চারা যথেষ্ট সুস্থ এবং তাদের শরীরে অক্সিজেনের পরিমান স্বাভাবিক আছে। মুখ্যমন্ত্রী বলেন তিনি নিজে দাঁড়িয়ে থেকে অসুস্থ পড়ুয়াদের শুশ্রুষা করেছেন এবং বলেছেন হাসপাতালের ডাক্তাররা ও যথেষ্ট দায়িত্বের সাথে ওই পড়ুয়াদের চিকিৎসা করছেন।

তবে মমতা বন্দোপাধ্যায়ের এই বক্তব্যে সমালোচকদের একাংশ বলেছেন একজনকে দেখে কি করে অন্য বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে। নিশ্চই তাদের শারীরিক কোনো অসুবিধা হচ্ছিল। আবার একাংশের মতে শিশু পড়ুয়াদের মানসিক অবস্থা কখন কিভাবে কাজ করে তা বোঝা মুশকিল। হতেও পারে একজন কে দেখে আতঙ্কিত হয়ে বাকিরা অসুস্থ হয়ে পড়েছে।

Advertisements

তবে মমতা বন্দোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন কোনো পড়ুয়ার শরীরেই তেমন কোনো সমস্যা নেই এবং কিছুক্ষনের মধ্যেই হয়তো তাদের ছেড়ে দেওয়া হবে। কিন্তু একজনকে দেখে অন্যদের শারীরিক সমস্যা এই তত্ত্ব অনেকেই মানতে চাননি। সমোলোচদের একাংশ বলেছেন মমতা ইচ্ছে করেই পড়ুয়াদের অসুস্থ হয়ে যাওয়ার ঘটনাকে নিজের রঙে রাঙিয়ে দিতে চাইছেন।

পদ্মশ্রীজয়ী সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে ফের বড়সড় চুরি, উধাও পুরস্কার-স্মারক

পূর্বে ঘটে যাওয়া বিভিন্ন দুর্ঘটনা গুলিকেও মমতা ঠিক এইভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন অনেকে। তবে সমালোচনার ঝড় চলতেই থাকবে কিন্তু এই মুহূর্তে সকলের নজরে থাকবে অসুস্থ পড়ুয়াদের সুস্থতা।