এসপ্ল্যানেড যাওয়ার পথে মেট্রো সুড়ঙ্গ থেকে উদ্ধ্বার যুবকের দেহ

Kolkata Metro: মধ্যরাতে চাঞ্চল্য! মেট্রোর সুড়ঙ্গ থেকে উদ্ধার অচৈতন্য অবস্থায় পড়ে থাকা এক যুবকের দেহ। ঘটনাটি বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে হয়েছে বলে মনে করা হচ্ছে।…

ipl-2025-Kolkata- Metro-extra-service-kkr-vs-rcb-opening-eden-gardens

Kolkata Metro: মধ্যরাতে চাঞ্চল্য! মেট্রোর সুড়ঙ্গ থেকে উদ্ধার অচৈতন্য অবস্থায় পড়ে থাকা এক যুবকের দেহ। ঘটনাটি বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে হয়েছে বলে মনে করা হচ্ছে। কিছুজন জানিয়েছেন যে উদ্ধারের সময় যুবকের দেহে প্রাণ ছিল। কিন্তু উদ্ধার করে ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

আরপিএফ-এর তরফে দাবি করা হয়েছে যে রাত ২টো ১৫ নাগাদ তাদের হেল্পলাইনে ফোন আসে। সেই ফোনে ওই যুবকের কথা জানান হয়। এরপর পুলিশকে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয়। এখনও পর্যন্ত যুবকের পরিচয় জানা যায়নি। মনে করা হচ্ছে কমপক্ষে ২৫ বছর হবে।

   

ওই যুবককে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে ১০০ মিটারের দূরত্বে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পোঁছে যায় আরপিএফ এবং নিউ মার্কেট থানার পুলিশ। কীভাবে মেট্রো সুড়ঙ্গে ঢুকে পড়লেন এই যুবক, মৃত্যুর কারণ কী, সব নিয়েই রয়েছে ধোঁয়াশা।

Advertisements

এর আগে এমন ঘটনা ২০২৩ সালে ঘটেছিল। টালিগঞ্জ স্টেশনের মাঝে ডাউন লাইনে পাওয়া যায় এক ব্যক্তির দেহ। ঘটনাকে ঘিরে বেঁধেছিল রহস্য। অফিস টাইমে এই ঘটনার জেরে ব্যবহত হয়েছিল পরিষেবা। (Kolkata Metro)

ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় রেড্ডি। তিনি বলেছেন, “আমরা যাই নিয়ম তৈরি করি। মানুষ যদি তা না মানে আমাদের তরফ থেকে কিছুই করার নেই। বারংবার মানুষ যদি এমন নিরাপত্তা বেষ্টনী ভেঙে লাইনে নেমে যেতে চান তা হলে আমরা কি বা করতে পারি? এভাবে যে ঘটনাগুলি ঘটছে তা উচিত নয়। কোন জায়গায় ফাঁকফোকর রয়ে যাচ্ছে, সেটা খতিয়ে দেখতে বলব।“