চলতি ডুরান্ড কাপের (Durand Cup 2025) শুরু থেকেই অপ্রতিরোধ্য থেকেছে কলকাতা ময়দানের অন্যতম দুই প্রধান। তথা ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট। উল্লেখ্য গত মাসের শেষের দিকে টুর্নামেন্টের প্রথম এবং উদ্বোধনী ম্যাচটি খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল ফুটবল দল। যেখানে তাঁদের প্রতিপক্ষ ছিল সাউথ ইউনাইটেড এফসি। পূর্ণ সময় শেষে পাঁচটি গোলের ব্যবধানে সেই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল লাল-হলুদ শিবির। গোল করে গিয়েছিলেন দলের পাঁচ ফুটবলার। যা নিঃসন্দেহে অনেকটাই অক্সিজেন যুক্ত করেছিল ফুটবলারদের। তারপর প্রতিপক্ষ হিসেবে ছিল আইলিগের শক্তিশালী ফুটবল ক্লাব নামধারী এফসি।
একটি গোলের ব্যবধানে সেই ম্যাচে জয় ছিনিয়ে নেওয়ার পর তৃতীয় ম্যাচে একটি গোল হজম করতে হলেও পরবর্তীতে বিরাট বড় ব্যবধানে জয় ছিনিয়ে নেয় মশাল ব্রিগেড। সেই সুবাদে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে স্থান করে নেয় ইস্টবেঙ্গল। দলের অন্যান্য ফুটবলারদের পাশাপাশি যথেষ্ট সক্রিয়তা দেখান পাঞ্জাবী গোলরক্ষক প্রভসুখান সিং গিল। অনবদ্য ফুটবলের পাশাপাশি আপতত একটি ক্লিনশিট ও রয়েছে তাঁর ঝুলিতে। অন্যদিকে, ডার্বি ম্যাচ দিয়ে ডুরান্ড শুরু করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। যেখানে তাঁদের প্রতিপক্ষ ছিল আরেক পড়শী ক্লাব মহামেডান স্পোর্টিং।
প্রথম ম্যাচে সাদা-কালো শিবিরকে পরাজিত করার পর দ্বিতীয় ম্যাচে বি এস এফ দলের বিপক্ষে বিরাট বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল মোহনবাগান। তারপর বহু আলোচিত ডায়মন্ড হারবার ম্যাচ। সেই ম্যাচে প্রথমদিকে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত বড় ব্যবধানে জয় ছিনিয়ে নেয় হোসে মোলিনার ছেলেরা। লিস্টন কোলাসো থেকে শুরু করে জেসন কামিন্স এবং জেমি ম্যাকলারেনদের পাশাপাশি অনবদ্য ফুটবল খেলেন জাতীয় দলের গোলরক্ষক বিশাল কাইথ। প্রভসুখানের পাশাপাশি আপাতত একটি ক্লিনশিট রয়েছে গত আইএসএল জয়ী এই ফুটবলারের।
তবে মোহন-ইস্টের পাশাপাশি মরসুম শুরুর এই টুর্নামেন্টে প্রথম থেকেই যথেষ্ট সক্রিয়তা দেখিয়ে আসছে জামশেদপুর এফসি। টিবেটিয়ান আর্মি থেকে শুরু করে ইন্ডিয়ান আর্মি হোক কিংবা ওয়ান লাদাখ এফসি। প্রায় প্রত্যেকটি দলের বিপক্ষে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল ইস্পাত নগরীর এই দল। সেক্ষেত্রে আপফ্রন্টের পাশাপাশি যথেষ্ট সক্রিয়তা দেখিয়ে আসছে দলের গোলরক্ষক অমৃত গোপ। ইতিমধ্যেই দুই প্রধানের ফুটবলারদের টেক্কা দিয়ে দুইটি ক্লিনশিট রেখে ফেলেছেন পঁচিশ বছর বয়সী গোলরক্ষক। শেষ পর্যন্ত তাঁর হাতেই উঠবে সোনার গ্লাভস ? এখন সেদিকেই তাকিয়ে সকল ফুটবলপ্রেমীরা।