ডায়মন্ড হারবারের তথ্যসহ খাম নিয়ে অনুরাগের বাড়িতে অভিষেক-প্রতিনিধি

Abhishek Banerjee: দিল্লিতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের বাড়িতে ডায়মন্ড হারবারের তথ্য সহ খাম নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি। ডায়মন্ড হারবারের তথ্য সহ খাম মন্ত্রীর বাড়িতে…

Anurag Singh Thakur

Abhishek Banerjee: দিল্লিতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের বাড়িতে ডায়মন্ড হারবারের তথ্য সহ খাম নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি। ডায়মন্ড হারবারের তথ্য সহ খাম মন্ত্রীর বাড়িতে যান। উল্লেখ্য, ডায়মন্ড হারবারের বিজেপির ‘ভুয়ো ভোটার’ তত্ত্ব নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। বৃহস্পতিবার অনুরাগ ঠাকুরের বাড়ি যান অভিষেকের পাঠানো প্রতিনিধি। জানা গিয়েছে যে ওই প্রতিনিধি দল ‘ভুয়ো ভোটার’ তত্বের পাল্টা ‘প্রমাণ’ পৌঁছে দেন তাঁর কাছে।

প্রসঙ্গত, বুধবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে বিস্ফোরক দাবি করেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি বলেন যে ডায়মন্ড হারবার থেকে রেকর্ড ভোটে জিতেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, এই কেন্দ্রে রয়েছেন অন্তত ২ লক্ষ ৫৯ হাজার ভুয়ো ভোটার। এছাড়াও, তিনি ফলতা, ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর, মহেশতলা, বজবজ নিয়ে আলাদা আলাদা পরিসংখ্যান দেন। অভিষেকের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন ডায়মন্ড হারবারে ৩০১টি বুথে ১৫ শতাংশ ভোটার বৃদ্ধি হয়েছে গত ৪ বছরে এবং সব জায়গাতেই জিতেছে তৃণমূল। তবে এই সমস্ত অভিযোগ খারিজ করেছে তৃণমূল।

   

লোকসভায় তৃণমূলের বিরোধী দলনেতা অভিষেককে ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ করেন কুণাল ঘোষ। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে তথ্য তুলে ধরেন। তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন যে ডায়মন্ড হারবারের ২৬৫ বুথে মোট ৪৭ জন ভোটার। এখন রয়েছেন ৪১ জন। বাকি ৬ জনের হিসাব অভিষেকের তরফে দেওয়া হয়েছে। হিসাব অনুযায়ী ১ জন মৃত, ১ জন ওড়িশায়, ৩ জন বিবাহসূত্রে অন্য জায়গায় এবং এক জন কর্ম সূত্রে অন্য জায়গার রয়েছেন। দাবি করা হয়েছে যে তাই কোনও কারচুপি করা হয়নি। তিনি জানান যে গত ৪ বছরে এই এলাকায় ভোটার বেড়েছে ৪.৭০ শতাংশ। অপর দিকে, ফলতার ১৪৪ নম্বর বুথে ভোটার বেড়েছে ৪.০৯ শতাংশ। 

Advertisements

অনুরাগ ঠাকুরের বিরুদ্ধে সুর চড়িয়ে কুণাল ঘোষ বলেন, “যদি ভোটার বৃদ্ধির হয় তো বাড়বে, যদি বৈধ ভোটার থাকে আপনি ঠেকানোর কে? অনুরাগ ঠাকুর হয় জানেন না, কিংবা গ্রাম সম্পর্কে কোনও ধারণা নেই। নইলে মিথ্যে বলছেন।”