১৪ সেপ্টেম্বর দুবাইয়ে এশিয়া কাপে (Asia Cup 2025) মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান (Indian Cricket Team vs Pakistan)। এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে দুই দেশের সমর্থকদের মধ্যেই নয়, রাজনৈতিক মহল ও প্রাক্তন ক্রিকেটারদের মধ্যেও। একদিকে যখন ম্যাচের অপেক্ষায় দিন গুনছে ক্রিকেটপ্রেমীরা, অন্যদিকে পাকিস্তানের সাবেক ক্রিকেটার (Former Pakistan Cricketer) বাসিত আলির (Basit Ali) বক্তব্যে ফের বিতর্কের আগুনে ঘি পড়েছে।
সম্প্রতি পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩৩ বছর পর একদিনের সিরিজ হেরেছে ২-১ ব্যবধানে। এই ব্যর্থতা পাকিস্তানের ক্রিকেট মানসিকতায় বড় ধাক্কা দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এমন পরিস্থিতিতে শক্তিশালী ভারতের বিরুদ্ধে খেলতে নামা যে ভয়াবহ হতে পারে, তা ইঙ্গিত দিয়েছেন বাসিত আলি।
তিনি একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারে বলেন, “আমি প্রার্থনা করি ভারত যেন আমাদের সঙ্গে খেলতে অস্বীকার করে, যেমনটা তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপস অফ লেজেন্ডসে করেছিল। ওরা এত খারাপভাবে আমাদের হারাবে, আপনি কল্পনাও করতে পারবেন না।”
১৯৯০ দশকের মাঝামাঝি সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের প্রতিনিধিত্ব করা বাসিত আলি আরও বলেন, পাকিস্তানের সাম্প্রতিক পারফরম্যান্স ভারতকে মোকাবিলার জন্য যথেষ্ট নয়। আফগানিস্তান, জিম্বাবোয়ে এমনকি যুক্তরাষ্ট্রের মতো তুলনামূলক দুর্বল দলগুলির কাছেও পরাজিত হয়েছে বাবর আজমের দল। এই ধারাবাহিক ব্যর্থতা ভারত-পাক ম্যাচকে ঘিরে পাকিস্তান শিবিরে উদ্বেগ বাড়িয়েছে।
ভারতের বিপক্ষে পাকিস্তানের সাম্প্রতিক টি-টোয়েন্টি রেকর্ডও হতাশাজনক। মোট ১৩টি টি২০ ম্যাচের মধ্যে ভারত জিতেছে ১০টিতে। ২০২৪ সালের বিশ্বকাপে মাত্র ১২০ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ছয় রানে হারে পাকিস্তান। ফলে বাসিত আলির উদ্বেগের কারণ অমূলক নয় বলেই মনে করছেন অনেক বিশ্লেষক।
এই ম্যাচ ঘিরে অন্য এক বিতর্কের সূত্রপাত হয়েছে জম্মু ও কাশ্মীরের পাহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলাকে কেন্দ্র করে। এরপর ভারতের রাজনৈতিক মহলের একাংশ ও প্রাক্তন ক্রিকেটাররা প্রশ্ন তুলেছেন। এহেন পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচ আদৌ হওয়া উচিত কি না? তবে ম্যাচের নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাইকে বেছে নেওয়া হয়েছে। বিসিসিআই না থাকলে এশিয়া কাপের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন উঠে যেত। কারণ, টুর্নামেন্টের আর্থিক ভিত্তির বড় অংশই আসে ভারতীয় স্পনসর ও সম্প্রচার সংস্থাগুলোর কাছ থেকে।
এশিয়া কাপ ২০২৫ ভারতের বিরুদ্ধে খেলার আগে পাকিস্তান দলে মানসিক চাপ ও আত্মবিশ্বাসের অভাব প্রকট হয়ে উঠছে। দেশের প্রাক্তন ক্রিকেটারদের মুখ থেকেও শোনা যাচ্ছে হতাশার সুর। এমন এক প্রেক্ষাপটে ভারত-পাক ম্যাচ কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, তা নিয়ে জেগেছে প্রশ্নচিহ্ন।
Former Pakistan cricketer Basit Ali has expressed his concerns about facing Indian Cricket Team in the Asia Cup 2025