জম্মু-কাশ্মীরের কিশতওয়ারে মেঘভাঙা বৃষ্টি, ভেসে গেল লঙ্গর, মৃত অন্তত ১০

শ্রীনগর: জম্মু–কাশ্মীরের কিশতওয়ার জেলার পদ্দার তাশোটি (চোশিতি) এলাকায় বৃহস্পতিবার ভোরে মেঘভাঙা বৃষ্টিতে পাহাড়ি ঢল নেমে মুহূর্তেই হড়পা বানের সৃষ্টি হয়। এতে মচাইল মাতার যাত্রার সূচনাবিন্দু…

cloudburst flash flood in J & K

শ্রীনগর: জম্মু–কাশ্মীরের কিশতওয়ার জেলার পদ্দার তাশোটি (চোশিতি) এলাকায় বৃহস্পতিবার ভোরে মেঘভাঙা বৃষ্টিতে পাহাড়ি ঢল নেমে মুহূর্তেই হড়পা বানের সৃষ্টি হয়। এতে মচাইল মাতার যাত্রার সূচনাবিন্দু চাশোটি এলাকার একটি লঙ্গরশালা (সমবায় রান্নাঘর) ভেসে যায়। জেলা প্রশাসনের প্রাথমিক তথ্যে ১০ জনের মৃত্যু হয়েছে৷ তবে সরকারিভাবে এখনও তা নিশ্চিত করা হয়নি।

দ্রুত উদ্ধার অভিযান শুরু

কিশতওয়ারের জেলা শাসক (ডেপুটি কমিশনার) পঙ্কজ কুমার শর্মা জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধার অভিযান শুরু হয়েছে। পুলিশ, সেনা, এনডিআরএফ ও এসডিআরএফ-এর একাধিক দল দুর্গম তীর্থপথে পৌঁছে ত্রাণ–উদ্ধার, ক্ষয়ক্ষতি নিরূপণ ও চিকিৎসা-সহায়তার কাজ চালাচ্ছে।

   

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড. জিতেন্দ্র সিং জানান, জম্মু–কাশ্মীরের বিরোধী দলনেতা ও স্থানীয় বিধায়ক সুনীল কুমার শর্মার জরুরি বার্তা পাওয়ার পর তিনি ডেপুটি কমিশনারের সঙ্গে কথা বলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ তিনি লিখেছেন, “চোশিতি এলাকায় ব্যাপক মেঘভাঙা বৃষ্টিতে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে। প্রশাসন তৎপর হয়েছে; উদ্ধারকারী দল ঘটনাস্থলের পথে। ক্ষয়ক্ষতির মূল্যায়ন ও প্রয়োজনীয় চিকিৎসা–ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

Advertisements

দুঃখ প্রকাশ লেফটেন্যান্ট গভর্নরের cloudburst flash flood in J & K

ঘটনায় শোক প্রকাশ করে জম্মু–কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ‘এক্স’-এ লেখেন, “চোশিতি, কিশতওয়ারে মেঘভাঙা বৃষ্টিতে প্রাণহানিতে আমি মর্মাহত। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করতে সিভিল প্রশাসন, পুলিশ, সেনা, এনডিআরএফ ও এসডিআরএফ–কে নির্দেশ দেওয়া হয়েছে।”

Bharat: A devastating cloudburst in Kishtwar’s Choshiti area triggered a flash flood, sweeping away a langar at Mochail Mata Yatra. Rescue teams rush to aid as officials fear casualties and assess damage in remote Jammu & Kashmir pilgrimage route.