পুজোয় ধর্মীয় ঐক্যের ডাক, জলপাইগুড়িতে শুরু বিশেষ সরকারি বাস পরিষেবা

পুজোর ঢাকে কাঠি পড়তে আর বেশি দেরি নেই। রাজ্যের নানা প্রান্তে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দুর্গোৎসবের প্রস্তুতি। এমন সময় পুজোর আগেই জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা প্রশাসন…

Jalpaiguri Launches Government Bus Tours to All District Religious Sites for Puja Season

পুজোর ঢাকে কাঠি পড়তে আর বেশি দেরি নেই। রাজ্যের নানা প্রান্তে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দুর্গোৎসবের প্রস্তুতি। এমন সময় পুজোর আগেই জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা প্রশাসন পর্যটনে আনল অভিনব উদ্যোগ। এবার পর্যটকরা জলপাইগুড়িতে এসে একসঙ্গে জেলার সব প্রধান ধর্মীয় পর্যটনকেন্দ্র ঘুরে দেখতে পারবেন সরকারি বাসে চড়ে। এই বিশেষ প্যাকেজ ট্যুরের নাম রাখা হয়েছে ‘সম্প্রীতির ভ্রমণ’।

এই প্যাকেজে ভ্রমণপিপাসুদের নিয়ে জেলার উল্লেখযোগ্য মন্দির, মসজিদ, গির্জা ও অন্যান্য ধর্মীয় স্থাপনা ঘুরিয়ে দেখাবে এনবিএসটিসি (North Bengal State Transport Corporation)-এর বাস। সঙ্গে থাকবেন অভিজ্ঞ গাইড, যিনি প্রতিটি স্থানের ইতিহাস, ধর্মীয় গুরুত্ব ও স্থানীয় কাহিনি পর্যটকদের শোনাবেন।

   

খরচ ও সুবিধা
এই ভ্রমণ প্যাকেজের খরচ প্রতি পর্যটকের জন্য নির্ধারিত হয়েছে মাত্র ৯০০ টাকা। এই টাকার মধ্যে বাসযাত্রার পাশাপাশি থাকবে সকালের টিফিন ও দুপুরের খাবারের ব্যবস্থা। ফলে এক দিনে স্বল্প খরচে জেলার বিভিন্ন ধর্মীয় ও ঐতিহাসিক স্থান দেখা যাবে আরাম করে। ভ্রমণ শুরু হবে সকাল ৯টায় নির্দিষ্ট রুট ধরে, এবং দিনের শেষে বাস ফিরিয়ে দেবে সূচনাস্থলে।

ফ্ল্যাগ অফ অনুষ্ঠানে সূচনা
আজ, বুধবার, ‘সম্প্রীতির ভ্রমণ’-এর আনুষ্ঠানিক সূচনা করেন জলপাইগুড়ির জেলাশাসক শামা পারভীন। ফ্ল্যাগ অফ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার পদস্থ আধিকারিক ও এনবিএসটিসির প্রতিনিধিরা। জেলাশাসক জানান, “আমাদের উদ্দেশ্য শুধু পর্যটনের প্রসার নয়, বরং সামাজিক সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়া। হিন্দু, মুসলিম, খ্রিস্টান – সব ধর্মের ঐতিহ্যবাহী স্থাপনা একসঙ্গে ঘুরে দেখলে মানুষের মধ্যে ঐক্যের অনুভূতি আরও দৃঢ় হবে।”

জলপাইগুড়ির পর্যটন সম্ভাবনা
পাহাড়, নদী, চা-বাগান আর বনজঙ্গলে ঘেরা জলপাইগুড়ি (Jalpaiguri) দীর্ঘদিন ধরেই পর্যটকদের প্রিয় গন্তব্য। তবে প্রকৃতির সৌন্দর্যের বাইরেও এই জেলার রয়েছে সমৃদ্ধ ইতিহাস ও বহুধর্মীয় সংস্কৃতি। দেবী চৌধুরানির মন্দির, ভামরী দেবীর মন্দির, জল্পেশ মন্দির, সেন্ট মাইকেল চার্চ, কালু সাহেবের মাজার—প্রতিটি স্থানই ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ। কোনটি ইংরেজ আমলের, কোনটি আবার আরও প্রাচীন। এতদিন এইসব স্থাপনা ঘুরে দেখার মতো একটি সমন্বিত ব্যবস্থার অভাব ছিল।

Advertisements

অনলাইন বুকিংয়ের সুযোগ
প্যাকেজ ট্যুরে যোগ দিতে ইচ্ছুক পর্যটকদের সুবিধার জন্য জেলা প্রশাসন একটি বিশেষ ওয়েবসাইট চালু করেছে। পর্যটকরা বাড়ি বসেই (Jalpaiguri) অনলাইনে বাসের সিট বুক করতে পারবেন। এতে সময় বাঁচবে এবং যাত্রার আগে থেকেই পরিকল্পনা করা সম্ভব হবে।

সম্প্রীতির বার্তা ও ভবিষ্যৎ পরিকল্পনা
স্থানীয় বাসিন্দা ও পর্যটন ব্যবসায়ীদের মতে, ‘সম্প্রীতির ভ্রমণ’ শুধু পর্যটন শিল্পকে এগিয়ে নেবে না, বরং জেলার বহুধর্মীয় ঐতিহ্যের সঙ্গে মানুষকে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করবে। একদিনে মন্দির, মসজিদ, গির্জা, মাজার—সবই দেখা গেলে ধর্মীয় সহিষ্ণুতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বৃদ্ধি পাবে।

প্রশাসন জানিয়েছে, পর্যটকদের (Jalpaiguri) সাড়া পেলে এই প্যাকেজ সারা বছর চালু রাখা হবে। ভবিষ্যতে এই রুটে আরও ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান অন্তর্ভুক্ত করা হতে পারে, যাতে জলপাইগুড়ির পর্যটন মানচিত্র আরও সমৃদ্ধ হয়।

উদ্বোধনের দিনেই বহু পর্যটক এই প্যাকেজে অংশ নিয়েছেন। এক পর্যটক বলেন, “জলপাইগুড়িতে বহুবার এসেছি, কিন্তু সব ধর্মীয় স্থান একসঙ্গে দেখার সুযোগ কখনও পাইনি। এই ট্যুর আমাদের সেই সুযোগ করে দিল, তাও এত সাশ্রয়ী খরচে।”