থানায় হেনস্থা! কুনালের আইনি নোটিস পেলেন অভয়ার পরিবার

অভয়ার বাবাকে আইনজীবীর নোটিস পাঠালেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ (Kunal)। কিন্তু কি কারণে ? নবান্ন অভিযানের দিন পুলিশের লাঠিচার্জে আহত হন অভয়ার মা। ভর্তি হতে…

Kunal summons Obhoya family

অভয়ার বাবাকে আইনজীবীর নোটিস পাঠালেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ (Kunal)। কিন্তু কি কারণে ? নবান্ন অভিযানের দিন পুলিশের লাঠিচার্জে আহত হন অভয়ার মা। ভর্তি হতে হয় হাসপাতালে। নবান্ন অভিযানের আগে থেকেই বিস্ফোরক মন্তব্য করছিলেন অভয়ার বাবা। তিনি অভিযোগ করেন যে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ টাকার বিনিময়ে সিবিআইয়ের সাথে এই অভয়ার কাণ্ডের তদন্ত নিয়ে দুর্নীতি করেছেন।

কুনাল ঘোষ এই ঘটনার পরেই হুঁশিয়ারি দিয়েছিলেন। তার একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি অভয়ার বাবার উদ্দেশে সাবধানবাণী উচ্চারণ করেন। কুনাল বলেছিলেন তার নিজের বিরুদ্ধেই সিবিআইয়ের তদন্ত চলছে। তিনি কিছু বললে সিবিআই শুনবে কেন। আজ আর একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেছেন।

   

“অভয়ার বাবার প্রতি পূর্ণ সম্মান এবং সহমর্মিতা জানিয়েও বলছি, আজ ওঁনাকে আইনজীবীর নোটিস পাঠিয়েছি। আমার আইনজীবী অয়ন চক্রবর্তী চিঠি পাঠিয়েছেন। আশা করি কাল বা পরশু চিঠি পেয়ে যাবেন। উনি মিডিয়াকে বলেছেন,” সিবিআই টাকা খেয়ে তদন্ত নষ্ট করেছে। রাজ্য সরকার টাকা দিয়েছে। কুণাল ঘোষ সিজিওতে গিয়ে সেটল করেছে।”

“ওঁরা যাদের মুখে আসবে বলে যাবেন, যে যা শেখাবে তাই বলবেন, তা হতে পারে না। উনি ক্ষমা না চাইলে কোর্টে এসে যা বলেছেন তার প্রমাণ দিতে হবে। অয়ন ওঁকে চিঠি পাওয়ার পর ৪ দিন সময় দিয়েছে। তারপর মামলা করব।” এদিকে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ করতে গিয়েও হেনস্থার মুখে পড়তে হয় অভয়ার বাবা কে।

এক থানা থেকে অন্য থানায় ঘুরতে হয় বিস্তর। তাও অভিযোগ নেওয়া হয়নি। একদিকে পুলিশের বক্তব্য অভয়ার মা কে কোনোরকম শারীরিক হেনস্থা করা হয়নি পুলিশের তরফ থেকে। কুনাল ঘোষ দাবি করেছেন অভয়া পরিবার বিজেপির সাথে হাত মিলিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে।

Advertisements

তিনি তার একাধিক পোস্টে বলেছেন বিজেপি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রনোদিত ভাবে অভয়ার মা বাবাকে কাজে লাগাচ্ছে তৃণমূলের বিরুদ্ধে হাতিয়ার করে। তবে কুনালের আইনি নোটিসের উত্তরে কি জবাব দেয় অভয়া পরিবার এখন সেটাই দেখার এবং প্রমান দিতে না পারলে কি মামলা হবে তাও বলবে ভবিষ্যৎ।

2025 Yezdi Roadster ইঞ্জিন আপগ্রেড পেল, রইল দাম সহ নানান খুঁটিনাটি

এমনিতেই এই অভয়া প্রতিবাদের ব্যাটন বিজেপির হাতে তুলে দিয়ে সমালোচনার মুখোমুখি হয়েছে অভয়া পরিবার। দিল্লিতে সিবিআই অফিসে গেলেও তারা কোনো আসার বানায় শোনাতে পারেননি। নবান্ন অভিযানে শেষ মুহূর্তে হাত তুলে নেন জুনিয়র চিকিৎসকেরাও। এবার এই আইনি চিঠি এবং পুলিশের অসহযোগিতা এই কেস কে কোন দিকে নিয়ে যায় তাও দেখবার।