ক্রিকেটপ্রেমীদের জন্য এশিয়া কাপ ২০২৫ (Indian Cricket Team) এক অন্যরকম আবেগের হতে চলেছে। কারণ ৯ সেপ্টেম্বর শুরু হতে চলা টুর্নামেন্টে এমন এক দৃশ্য ফুটে উঠবে, যা গত ২১ বছর ধরে দেখা যায়নি। এশিয়া কাপের মতো মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে এবার প্রথমবারের মতো থাকবেন না ভারতীয় ক্রিকেটের (Indian Cricket Team) দুই মহাতারকা বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মা (Rohit Sharma)।
২০০৪ সালের পর এই প্রথম এশিয়া কাপ এমন এক আসর হতে চলেছে, যেখানে রোহিত এবং বিরাটকে দেখা যাবে না মাঠে। তখনও আন্তর্জাতিক ক্রিকেটে তাঁদের পথচলা শুরু হয়নি। এরপর ২০০৮ সালে বিরাট কোহলির অভিষেক এবং ২০০৭ সালে রোহিতের আন্তর্জাতিক যাত্রা শুরু হয়। তারপর থেকে ভারতের এশিয়া কাপ স্কোয়াডে কখনো একসঙ্গে, কখনো আলাদা করে অন্তত একজন তাঁদের মধ্যে থাকতেনই।
কিন্তু সময়ের নিয়মে, দুই তারকাই ইতিমধ্যেই টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। স্বাভাবিকভাবেই, নির্বাচকদের বিবেচনাতেও আর নেই তাঁরা। ফলে ২০২৫-এর আসর থেকে কার্যত বিদায় নিল এক স্বর্ণযুগ। গত দুই দশকে ভারতীয় ক্রিকেটের সাফল্যের ইতিহাসে বিরাট কোহলি এবং রোহিত শর্মার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
২০১০ সালে, দুই তরুণ তারকা মিলে ভারতকে শিরোপা এনে দেন। ২০১৬ সালের এশিয়া কাপ, যা টি২০ ফরম্যাটে হয়েছিল, সেখানেও দুজনেই ছিলেন দলের মূল স্তম্ভ। ২০১৮ ও ২০২৩ সালের এশিয়া কাপ, রোহিত শর্মার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন হয়। বিরাট ছিলেন এই দলের অবিচ্ছেদ্য অংশ।
ভারতীয় ক্রিকেটপ্রেমীরা বরাবরই রোহিত ও বিরাটকে নিয়ে আবেগপ্রবণ। তাঁদের অনবদ্য পারফরম্যান্স, মাঠে নেতৃত্বের গুণ, বিপক্ষকে চাপে ফেলার দক্ষতা। সব মিলিয়ে এঁরা শুধু খেলোয়াড় নন, অনেকের কাছে অনুপ্রেরণার নাম। তাই তাঁদের ছাড়া এশিয়া কাপ মানে যেন শূন্যতা। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই অসংখ্য ভক্ত প্রকাশ করছেন তাঁদের হতাশা এবং আবেগঘন বার্তা। কেউ লিখেছেন, ‘এই এশিয়া কাপ আর আগের মতো রোমাঞ্চকর লাগছে না’ আবার কেউ বলছেন, ‘রোহিত-বিরাট ছাড়া ভারতীয় দল কল্পনা করাই কঠিন।’
এরই মধ্যে বোর্ড সূত্রে খবর, এই মাসের শেষের দিকেই ভারতীয় দল ঘোষণা করা হবে। কোচিং স্টাফ এবং নির্বাচকরা নতুন ব্যাটিং লাইনআপ ও নেতৃত্ব বেছে নিতে ব্যস্ত।
Indian Cricket Team in Asia Cup 2025 will play without Virat Kohli and Rohit Sharma first time in 21 years