বুধবার মেসার্সের বিরুদ্ধে ঘরোয়া লিগের ম্যাচ রয়েছে মোহনবাগানের। কিন্তু ডুরান্ড কাপে (Durand Cup 2025) মূল দলের একাধিক ফুটবলার অংশ নিচ্ছেন। ফলে কলকাতা লিগের (CFL 2025) ম্যাচে সেই ফুটবলারদের ছাড়া দল নামাতে চায় না মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। এই যুক্তিতে ডুরান্ড কাপ শেষ না হওয়া পর্যন্ত কলকাতা লিগের কোনও ম্যাচ খেলবে না বলে সাফ জানিয়ে দিল সবুজ-মেরুন শিবির। সোমবার রাতে এই বিষয়ে লিখিতভাবে আইএফএকে (IFA) জানিয়ে দিয়েছে ক্লাব।
প্রসঙ্গত, চলতি মরসুমে মোহনবাগানের ১৮ জন ফুটবলার ডুরান্ড কাপে রেজিস্টার্ড রয়েছেন। তার মধ্যে নিয়মিত ৮-৯ জন খেলোয়াড় প্রথম একাদশে সুযোগ পাচ্ছেন। অধিকাংশই তরুণ ফুটবলার, যাঁদের দায়িত্বে ভর করেই ডুরান্ডে দারুণ খেলছে মোলিনার দল। ইতিমধ্যে তিনটি ম্যাচ জিতে গ্রুপ শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে সবুজ-মেরুন ব্রিগেড।
এই পরিস্থিতিতে যদি কলকাতা লিগের ম্যাচও খেলতে হয়, তবে খেলোয়াড়দের ওপর শারীরিক চাপ যেমন বাড়বে, তেমনই চোট-আঘাতের ঝুঁকিও থেকে যাবে। সেই কারণেই ক্লাব কর্তৃপক্ষ চায় ডুরান্ড অভিযান শেষ হলে তবেই কলকাতা লিগে নামুক দল।
এই বিষয়ে প্রথমবার ৮ আগস্ট নিয়ামক সংস্থা আইএফএকে চিঠি দিয়েছিল মোহনবাগান। সিইও বিনয় চোপড়ার স্বাক্ষরিত সেই চিঠিতে অনুরোধ করা হয়েছিল, ডুরান্ড চলাকালীন যেন কলকাতা লিগের কোনও ম্যাচ না দেওয়া হয়। তবে অভিযোগ, সেই অনুরোধে কর্ণপাত করেনি আইএফএ।
তাদের তরফ থেকে ১৩ আগস্ট মেসার্সের বিরুদ্ধে ম্যাচ নির্ধারিত করা হয়েছে। যদিও প্রথমে ম্যাচটি হওয়ার কথা ছিল মোহনবাগান মাঠে, কিন্তু সম্প্রচার সংক্রান্ত কারণে তা সরিয়ে নেওয়া হয়েছে নৈহাটিতে। এই পরিস্থিতিতে ফের ১১ আগস্ট ক্লাব আইএফএকে চিঠি দিয়ে জানিয়ে দেয়, তারা ম্যাচ খেলবে না।
মোহনবাগানের তরফে বক্তব্য, ‘ডুরান্ড কাপ এশিয়ার অন্যতম ঐতিহ্যশালী প্রতিযোগিতা। আমরা সেখানে মূল দল নামিয়েছি এবং যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলছি। এই অবস্থায় ডুরান্ড ও কলকাতা লিগ, দুটো টুর্নামেন্ট একসঙ্গে খেলা সম্ভব নয়। ফুটবলারদের স্বার্থে আমরা কলকাতা লিগের ম্যাচ খেলতে পারছি না।’’
এদিকে, ডুরান্ড কাপের শেষ আটে উঠেছে মোহনবাগান। শেষ ম্যাচে ডায়মন্ড হারবারকে ৫-১ ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসে টগবগ করছে মোলিনার দল। সেই ম্যাচে জেমি ম্যাকলারেন, জেসন কামিন্সদের গোল আবারও মনে করিয়ে দিয়েছে দল মরসুমের শুরু থেকেই চ্যাম্পিয়নশিপে চোখ রেখেছে।
ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে মোহনবাগানের প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি। ডার্বির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে কোয়ার্টার ফাইনালেই ডার্বি চাইছে না দুই প্রধানই। ফলে সম্ভাবনা রয়েছে, দুই চিরপ্রতিদ্বন্দ্বী সেমিফাইনালে মুখোমুখি হবে।
Mohun Bagan SG refuses to play CFL 2025 matches until Durand Cup 2025 campaign ends