অনিশ্চিত আইএসএলের মধ্যে সুপার কাপের সম্ভাব্য দিন ঘোষণা করলেন কল্যাণ চৌবে

ভারতীয় ফুটবলের (Indian Football) বর্তমান চিত্র ক্রমশই উদ্বেগজনক। মাস্টার রাইটস অ্যাগ্রিমেন্ট (MRA) নবীকরণ নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) এবং ইন্ডিয়ান সুপার লিগের (ISL) আয়োজক সংস্থা…

AIFF President Kalyan Chaubey confirms Super Cup to be held on September before ISL or Other League

ভারতীয় ফুটবলের (Indian Football) বর্তমান চিত্র ক্রমশই উদ্বেগজনক। মাস্টার রাইটস অ্যাগ্রিমেন্ট (MRA) নবীকরণ নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) এবং ইন্ডিয়ান সুপার লিগের (ISL) আয়োজক সংস্থা ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (FSDL) মধ্যে জটিলতা সৃষ্টি হওয়ায় অনিশ্চয়তার মুখে পড়েছে দেশের সর্বোচ্চ স্তরের পেশাদার লিগ। সেই সংকট কাটাতে ফেডারেশন সভাপতি (AIFF President) কল্যাণ চৌবের (Kalyan Chaubey) নেতৃত্বে বৃহস্পতিবার (৭আগস্ট) দিল্লিতে আয়োজিত হল গুরুত্বপূর্ণ বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন সমস্ত আইএসএল ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিরা।

এদিনের বৈঠকের পর সাংবাদিক বৈঠকে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে জানিয়ে দেন, “চলতি মরসুমে সুপার কাপ (Super Cup) সেপ্টেম্বরের দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহে শুরু হতে পারে। লিগ হোক বা অন্য কোনও নাম, কিন্তু শীর্ষস্তরের জাতীয় লিগ অবশ্যই হবে। ফুটবল বন্ধ হবে না।” এই ঘোষণার পর সব দলের সমর্থকদের মুখে হাসি ফুটেতে শুরু করেছে।

   

তবে এও স্পষ্ট যে, মাস্টার রাইটস অ্যাগ্রিমেন্টের (MRA) মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ডিসেম্বরেই। এখনো পর্যন্ত FSDL ও AIFF মধ্যে চুক্তি নবীকরণের কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। ফলে অনিশ্চয়তা রয়েই যাচ্ছে। কিন্তু এদিনের আলোচনায় ক্লাবগুলির তরফে স্পষ্টভাবে জানানো হয়, তারা শুধুমাত্র তখনই সুপার কাপে অংশ নেবে। যদি ফেডারেশন নিশ্চিত করে যে এই মরসুমে একটি শীর্ষস্থানীয় লিগ হবে। সেক্ষেত্রে সর্ব ভারতীয় ফুটবল সংস্থার আশ্বাসের পরেই ক্লাবগুলি আপাতত সুপার কাপে অংশ নিতে রাজি হয়েছে বলে জানা গিয়েছে।

বর্তমান পরিস্থিতির জেরে বেশ কিছু আইএসএল ক্লাব ইতিমধ্যেই খেলোয়াড় ও কোচিং স্টাফদের বেতন বন্ধ করেছে। তার মধ্যে চেন্নাইয়ান এফসি, বেঙ্গালুরু এফসি এবং ওডিশা এফসি ক্লাবগুলির এই কঠোর পদক্ষেপে হতাশা তৈরি হলেও, কল্যাণ চৌবের মন্তব্যে বিতর্কের সুর স্পষ্ট। তিনি বলেন, “এটা সম্পূর্ণ ক্লাবের নিজস্ব সিদ্ধান্ত, তারা কীভাবে তাদের অর্থনৈতিক কাঠামো পরিচালনা করবে। বিশ্বের যেকোনও পেশাদার লিগেও এমন পরিস্থিতি দেখা যায়। ফেডারেশন এই বিষয়ে কোনও হস্তক্ষেপ করতে পারে না।”

Advertisements

তবে ফুটবল মহলের একাংশ এই মন্তব্যকে এড়িয়ে যাওয়ার কৌশল বলেই মনে করছে। বিশেষত যখন ফেডারেশনকেই দেশের শীর্ষ ফুটবল লিগের কাঠামো ও কার্যকলাপের অভিভাবক হিসেবে দায়িত্ব নিতে হয়, তখন এই ধরনের নিরপেক্ষ অবস্থান নৈতিকভাবে প্রশ্নের মুখে।

AIFF President Kalyan Chaubey confirms Super Cup to be held on September before ISL or Other League