ভারত নয় এশিয়া কাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান, ভাগ্য খুলল বাংলাদেশের

এশিয়া (Asia) মহাদেশের অন্যতম মর্যাদাপূর্ণ হকি প্রতিযোগিতা এশিয়া কাপে (Asia Cup) দেখা যাবে না চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে। ভারত (India) সরকারের ভিসা অনুমোদনের পরেও, রাজনৈতিক কারণে এবং…

Pakistan Hockey Team will not be taking part in the Asia Cup to be held in India

এশিয়া (Asia) মহাদেশের অন্যতম মর্যাদাপূর্ণ হকি প্রতিযোগিতা এশিয়া কাপে (Asia Cup) দেখা যাবে না চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে। ভারত (India) সরকারের ভিসা অনুমোদনের পরেও, রাজনৈতিক কারণে এবং সাম্প্রতিক পহেলগাঁও হামলার আবহে শেষ মুহূর্তে দল ( Pakistan Hockey Team) না পাঠানোর সিদ্ধান্ত নিল পাকিস্তান হকি ফেডারেশন। পাকিস্তানের এই সরে দাঁড়ানোয় ভাগ্য খুলল বাংলাদেশের (Bangladesh), যাদের আমন্ত্রণ জানানো হয়েছে প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য।

ভারতের হকি সংস্থা ‘হকি ইন্ডিয়া’র শীর্ষকর্তা এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পাকিস্তান সরকার এবং হকি ফেডারেশন যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে, তারা ভারতের মাটিতে এশিয়া কাপ হকিতে দল পাঠাবে না। যদিও ভারত সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে, পাকিস্তান দলের জন্য ভিসা দিতে তাদের কোনো আপত্তি নেই। তবুও, পাকিস্তান প্রশাসন এবং ক্রীড়া সংস্থার সম্মিলিত সিদ্ধান্তে বাতিল হয়ে গেল পাকিস্তানের অংশগ্রহণ।

   

উল্লেখ্য, ২৭ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত বিহারের রাজগীর শহরে অনুষ্ঠিত হতে চলেছে এশিয়া কাপ হকির ১২তম সংস্করণ। এই টুর্নামেন্টটি শুধু এশিয়ার হকি প্রতিযোগিতার মর্যাদার জায়গা নয়, বরং এটি ২০২৬ সালে নেদারল্যান্ডস এবং বেলজিয়ামে অনুষ্ঠিতব্য হকি বিশ্বকাপের যোগ্যতা অর্জন হিসেবেও কাজ করবে।

প্রথম থেকেই পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে সংশয় ছিল। পহেলগাঁও হামলার পর পাক খেলোয়াড়দের জন্য ভিসা মিলবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। কিন্তু ভারতীয় বিদেশমন্ত্রক ইতিবাচক সিদ্ধান্ত নিয়ে ভিসা মঞ্জুর করে। তারপরও পাকিস্তান নিজেরাই পিছু হটেছে।

Advertisements

এই পরিস্থিতিতে পাকিস্তানের পরিবর্তে এশিয়া কাপ হকিতে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশকে। দীর্ঘদিন পর এই গুরুত্বপূর্ণ আসরে অংশগ্রহণ করবে বাংলাদেশ জাতীয় হকি দল। এটি বাংলাদেশের জন্য যেমন গর্বের, তেমনি চ্যালেঞ্জিংও বটে। হকি বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় খেলা হলেও, আন্তর্জাতিক পরিসরে ধারাবাহিকতা বজায় রাখতে অনেকটাই পিছিয়ে পড়েছে। এশিয়া কাপে সুযোগ পেয়ে তাই নিজেদের প্রমাণ করার সুবর্ণ সুযোগ পাচ্ছে বাংলাদেশের হকি দল।

এই টুর্নামেন্টে ভারতের পাশাপাশি অংশ নেবে জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, মালয়েশিয়া, ওমান, চাইনিজ তাইপে এবং এখন বাংলাদেশ। শক্তিশালী প্রতিপক্ষদের মাঝে দাঁড়িয়ে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে প্রস্তুত বাংলাদেশের খেলোয়াড়েরা। অন্যদিকে, চলতি বছরের শেষে ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত চেন্নাই এবং মাদুরাইতে অনুষ্ঠিত হবে জুনিয়র হকি বিশ্বকাপ। সেখানেও পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এই পরিস্থিতে পাকিস্তানের সরে দাঁড়ানো এশিয়া হকির জন্য যেমন দুঃখজনক, তেমনি বাংলাদেশ হকির জন্য এটি হতে পারে নতুন উত্থানের সূচনা। এখন দেখার বিষয়, এই সুযোগকে বাংলাদেশ কতটা কাজে লাগাতে পারে।

Pakistan Hockey Team will not be taking part in the Asia Cup to be held in India