গতবারের আইলিগ চ্যাম্পিয়ন ঘোষণা নিয়ে দেখা দিয়েছিল ব্যাপক জটিলতা। যারফলে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের আওতা থেকে পরবর্তীতে বিষয়টি গিয়েছিল আন্তর্জাতিক মঞ্চে। বহু অপেক্ষার পর গত কয়েক মাস আগে ভারতীয় ক্লাব ফুটবলের এই টুর্নামেন্ট নিয়ে চূড়ান্ত রায় দিয়েছিল আন্তর্জাতিক ক্রীড়া আদালত। সেই অনুযায়ী ২০২৪-২৫ মরসুমের আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল বারাণসীর ইন্টার কাশী দলকে। নামধারী এফসি ও চার্চিল ব্রাদার্সকে পিছনে ফেলে শীর্ষে উঠে এসেছিল ইন্টার কাশী। তারপর থেকেই খুশির আমেজ দেখা দিয়েছিল দলের সকল ফুটবলার ও সমর্থকদের মধ্যে।
তবে এটি কিছুতেই মানা সম্ভব ছিল না গোয়ার চার্চিল ব্রাদার্সের কাছে। আদালতের এই রায়ের ফলে আইলিগ জয়ের তকমা হারাতে হয়েছিল গোয়ার এই ফুটবল ক্লাবকে। সেইসাথে বিশেষ জরিমানা ও করা হয়েছিল আইলিগের এই দলকে। এমন অসম্মান যে সহজে মেনে নেবে না চার্চিল ব্রাদার্স সেই আভাস মিলেছিল আগেই। তারপর নিজেদের সোশ্যাল সাইট থেকে সেই সম্পর্কিত একটি পোস্ট আপলোড করেছিল গোয়ার এই শক্তিশালী ফুটবল ক্লাবটি। খানে বলা হয়েছিল আইলিগ নিয়ে এবার ফের আইনি লড়াইয়ের পথে হাঁটছে চার্চিল। তখনই আন্দাজ পাওয়া গিয়েছিল যে এবার হয়তো সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে চার্চিল কতৃপক্ষ।
তবে আন্তর্জাতিক আদালতের তরফে বিজয়ী ঘোষণা করার পর এমন পদক্ষেপ আদৌ কতটা ইতিবাচক সেই নিয়ে ও সন্দেহ প্রকাশ করতে শুরু করেছিলেন একাধিক ফুটবল বিশেষজ্ঞ। সিএএসের সিদ্ধান্তের বিপক্ষে পরবর্তীতে আদৌও পদক্ষেপ গ্রহণ করা হবে কিনা সেই নিয়ে ও উঠতে শুরু করেছিল একাধিক প্রশ্ন চিহ্ন। সেটাই হল এবার। জানা গিয়েছে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী চার্চিল আইনি লড়াইয়ের পথ বেছে নিয়ে সুইস শীর্ষ আদালতে (Swiss Supreme Court) দ্বারস্থ হলেও এবার তা খারিজ করে দিল সুইস ফেডারেল সুপ্রিম কোর্ট।
যার ফলে আইলিগ জয়ী হিসেবে ইন্টার কাশীকেই গন্য করা হচ্ছে সমস্ত ক্ষেত্রে। এমন সংবাদ নিঃসন্দেহে অনেকটাই স্বস্তি দেবে বারাণসীর সকল ফুটবলপ্রেমী মানুষদের।