ডুরান্ড কাপ ২০২৫ (Durand Cup 2025) শিরোপা ধরে রাখার অভিযান শুরু করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড এফসি (NorthEast United FC)। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে মালয়েশিয়ান আর্মড ফোর্সেস এফটির (Malaysian Armed Forces ) বিপক্ষে ৩-১ গোলে জয় পেল হাইল্যান্ডার্সরা। দলের তারকা মরোক্কান ফরোয়ার্ড আলাদিন আজারাই (Alaaeddine Ajaraie) করলেন দুরন্ত হ্যাটট্রিক। ২০২৫-২৬ মরসুমের শুরুতেই তার গোল-যাত্রা চমকপ্রদ করে দিল।
প্রথমার্ধেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আজারাই। ম্যাচের ২৩ মিনিটে নবাগত আন্দ্রেস রদ্রিগেজের দুর্দান্ত থ্রু বল ধরে বাঁ পায়ের নিখুঁত শটে দলকে এগিয়ে দেন মরোক্কান স্ট্রাইকার। এরপর ২৯ মিনিটে দলীয় মুভ থেকে দ্বিতীয় গোলটি করেন আজারাই। নিজেই শুরু করে বল বাড়ান জিথিনের কাছে, যিনি ড্রিবল করে বক্সে ঢুকে বলটা ফেরত দেন। কাছে থেকেই জোরালো শটে গোল করে স্কোরলাইন করেন ২-০।
প্রথমার্ধেই ৩-০ করে দেওয়ার সুযোগ ছিল, তবে ৩৯ মিনিটে লালবিয়াকডিকার ভলি বারের উপর দিয়ে চলে যায়। এরপর আজারাইয়ের হ্যাটট্রিকের খোঁজে জিথিন একটি দুর্দান্ত ক্রস দেন, কিন্তু মালয়েশিয়ান গোলকিপার মহমাদ ফাইজাল হুসিন সতর্ক ছিলেন।
মালয়েশিয়ান আর্মড ফোর্সেস পক্ষে সবচেয়ে ভালো সুযোগ আসে প্রথমার্ধের শেষ দিকে। ইব্রাহিম মুহামাতের কাটা শট বিপদমুক্ত করেন নর্থইস্টের গোলকিপার দীপেশ চৌহান।
দ্বিতীয়ার্ধে খেলায় কিছুটা ফিরে আসে মালয়েশিয়ান আর্মির দল । ৫৯ মিনিটে মহম্মদ আমির ফয়সালের শট বাঁচান লালবিয়াকডিকা। এক মিনিট পরে নুনেজের দুর্বল শট সহজেই ধরে ফেলেন গোলকিপার। তবে আজারাইয়ের রূপকথা এখানেই থামেনি। ৭০ মিনিটে বেকি ওরামের একটি দারুণ লম্বা বল ধরে বাঁ দিক থেকে বল নিয়ে ঢুকে ডিফেন্ডারদের কাটিয়ে বাম পায়ে দুর্দান্ত শট নেন আজারাই। বল জালে জড়িয়ে দেন হ্যাটট্রিকের মালিক।
৮১ মিনিটে স্প্যানিশ ফরোয়ার্ড জাইরো সাম্পেরিওর দুরন্ত শট পোস্টে লেগে ফেরে, কিন্তু স্টেডিয়ামে উপস্থিত ৭৫০০ দর্শক সহ দলের মালিক অভিনেতা জন আব্রাহাম চমকে উঠেছিলেন। মালয়েশিয়ান দল অবশ্য শেষ মুহূর্তে এক গোল শোধ দেয়। ৮৮ মিনিটে মহম্মদ আমির ফয়সাল কাছ থেকে বল জালে পাঠান। তবে সেটি শুধুই সান্ত্বনার গোল হিসেবেই থেকে যায়।
নর্থইস্ট ইউনাইটেডের হয়ে আজারাই ছাড়াও দুর্দান্ত পারফরম্যান্স করেন জিথিন, রদ্রিগেজ এবং দীপেশ চৌহান। কোচ হুয়ান পেদ্রো বেনালির ৪-৩-৩ ফর্মেশন দলকে গতবারের মতোই ধার দিয়েছে। এদিনের জয়ের ফলে গ্রুপ ই’তে সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেল নর্থইস্ট ইউনাইটেড। অন্যদিকে, মালয়েশিয়ান আর্মড ফোর্সেস তাদের শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নেবে।