চলতি ডুরান্ড কাপে (Durand Cup) ফুটবলপ্রেমীদের জন্য দারুণ সুযোগ। ২ আগস্ট জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে (Jamshedpur JRD Tata Sports Complex) অনুষ্ঠিত হবে গ্ৰুপ ‘সি’র ম্যাচ। মুখোমুখি হবে ত্রিভুবন আর্মি এফসি (Tribhuvan Army FC) এবং লাদাখ এফসি (1Ladakh FC)। এদিনের ম্যাচে দর্শকদের জন্য প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে রাখা হয়েছে।
দুই দলই বাইরের। এক নেপালের ত্রিভুবন আর্মি এফসি। অন্যদিকে ভারতের সীমান্ত অঞ্চল থেকে ১লাদাখ এফসি। ফলে গ্যালারিতে স্বাভাবিকভাবেই ঘরের দলের মতো ভিড় প্রত্যাশিত নয়। সেই কারণে আয়োজকরা সিদ্ধান্ত নিয়েছেন, শুধুমাত্র ‘ইস্ট লোয়ার’ এবং ‘ইস্ট আপার’ গ্যালারিই দর্শকদের জন্য খোলা থাকবে। এই দুটি স্ট্যান্ডে মিলিতভাবে ৭,৪০০ দর্শক বসতে পারবেন। আসন বরাদ্দ হবে ‘ফার্স্ট কাম, ফার্স্ট সার্ভ’ ভিত্তিতে।
স্টেডিয়ামে প্রবেশের জন্য খোলা থাকবে গেট নম্বর ৫ ও ৬। কোনো প্রবেশপত্র বা টিকিটের প্রয়োজন হবে না। তবে গ্যালারির আসন পূর্ণ হয়ে গেলে, এরপর আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।
আয়োজক জামশেদপুর এফসি ও ডুরান্ড কাপ কমিটি আগেভাগেই দর্শকদের স্টেডিয়ামে পৌঁছনোর অনুরোধ জানিয়েছেন। স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগে, অর্থাৎ দুপুর ২টা থেকেই দর্শক প্রবেশ করতে পারবেন।
নিরাপত্তার দিকেও রাখা হয়েছে কড়া নজর। স্টেডিয়াম চত্বরে উপস্থিত থাকবেন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক এবং নিরাপত্তাকর্মীরা, যারা দর্শকদের সাহায্য করবেন গেট ও গ্যালারিতে সুশৃঙ্খলভাবে চলাফেরা ও বসতে। আয়োজক সংস্থা দর্শকদের অনুরোধ করেছে, যেন সবাই নিয়ম মেনে চলেন ও নিরাপত্তার স্বার্থে তাদের সহযোগিতা করেন। জামশেদপুরবাসী ফুটবলপ্রেমীদের কাছে এক দারুণ সুযোগ। ইতিহাসের অন্যতম প্রাচীন ফুটবল প্রতিযোগিতা ডুরান্ড কাপে স্টেডিয়ামে বসে আন্তর্জাতিক মানের ফুটবল উপভোগ করার।