জাপান উপকূলে সুনামি, ৫০ সেমি উঁচু ঢেউ, সরানো হল ৯ লক্ষের বেশি মানুষকে

কলকাতা: রাশিয়ার ফার ইস্ট অঞ্চলের কামচাটকা উপদ্বীপে বুধবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল বিশাল এলাকা। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা USGS প্রথমে কম্পনের মাত্রা ৮.০ ঘোষণা করলেও পরে…

জাপান উপকূলে সুনামি, ৫০ সেমি উঁচু ঢেউ, সরানো হল ৯ লক্ষের বেশি মানুষকে

কলকাতা: রাশিয়ার ফার ইস্ট অঞ্চলের কামচাটকা উপদ্বীপে বুধবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল বিশাল এলাকা। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা USGS প্রথমে কম্পনের মাত্রা ৮.০ ঘোষণা করলেও পরে তা সংশোধন করে ৮.৮ করা হয়। এর জেরে রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জ থেকে শুরু করে জাপানের বিস্তীর্ণ উপকূল পর্যন্ত একাধিক অঞ্চলে জারি হয়েছে সুনামি সতর্কতা, সরিয়ে দেওয়া হয়েছে হাজার হাজার মানুষকে (60cm Waves Hit Japan)।

রুশ জরুরি পরিষেবা মন্ত্রী সের্গেই লেবেদেভ জানান, কামচাটকার উপকূলবর্তী অঞ্চলে সুনামির ঢেউ ৪ মিটার বা প্রায় ১৩ ফুট পর্যন্ত উচ্চতা নিয়ে আছড়ে পড়েছে। সাধারণ মানুষকে উপকূল থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রাশিয়ার পাশাপাশি, প্রতিবেশী জাপানের পরিস্থিতিও উদ্বেগজনক।

   

জাপানের আবহাওয়া সংস্থা (JMA) জানিয়েছে, দেশটির হোক্কাইডো অঞ্চলের হামানাকা শহর ও ইওয়াতে প্রদেশের কুজি বন্দরে ইতিমধ্যেই ৬০ সেন্টিমিটার (২ ফুট) উচ্চতার সুনামি ঢেউ পৌঁছেছে। অন্যদিকে, ইশিনোমাকি বন্দরে ৫০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ শনাক্ত করা হয়েছে, যা জাপানে এখন পর্যন্ত সর্বোচ্চ। সুনামির প্রভাব আরও দক্ষিণে সরে যাওয়ায় জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলের অন্তত ১৬টি স্থানে ৪০ সেন্টিমিটার ঢেউয়ের খবর মিলেছে।

জাপান মেটেরোলজিক্যাল এজেন্সি সতর্ক করে বলেছে, “সুনামি একাধিকবার আসতে পারে। তাই যতক্ষণ না আনুষ্ঠানিকভাবে সতর্কতা তুলে নেওয়া হচ্ছে, কেউ যেন উপকূলমুখো না হন।” সুনামির একাধিক ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে জলোচ্ছ্বাসে ভেসে যাচ্ছে পার্কিং লট, বন্দর ও উপকূলবর্তী এলাকাগুলি।

Advertisements

এদিকে, আমেরিকার আলাস্কা ও হাওয়াই-তেও সুনামি সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। গোটা প্রশান্ত মহাসাগরীয় রিম অঞ্চলে উচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পের কেন্দ্র ছিল রুশ ভূখণ্ডের খুব কাছেই, সমুদ্রের গভীরে। এরকম গভীর এবং শক্তিশালী ভূকম্পন প্রায়শই সুনামি সৃষ্টি করে, যার পরিণতি ভয়াবহ হতে পারে। আন্তর্জাতিক মহল এই ঘটনার উপর নজর রেখে চলেছে।