ভারতে প্রথম নথিভুক্ত ইনট্রাহেপাটিক গর্ভাবস্থা, বিস্মিত চিকিৎসক মহলও

এক আশ্চর্যজনক ঘটনা উত্তরপ্রদেশের বুলন্দশহরে। ৩০ বছর বয়সি এক মহিলা পেটব্যথা ও বমির মতো সাধারণ উপসর্গ নিয়ে চিকিৎসকের কাছে যান। প্রথমে আলট্রাসাউন্ডে কোনো সমস্যা ধরা…

Abortion is legal within 24 weeks of pregnancy

এক আশ্চর্যজনক ঘটনা উত্তরপ্রদেশের বুলন্দশহরে। ৩০ বছর বয়সি এক মহিলা পেটব্যথা ও বমির মতো সাধারণ উপসর্গ নিয়ে চিকিৎসকের কাছে যান। প্রথমে আলট্রাসাউন্ডে কোনো সমস্যা ধরা না পড়লেও উপসর্গের উন্নতি না হওয়ায় তাঁকে মীরাটের একটি বেসরকারি ইমেজিং সেন্টারে পাঠানো হয়। সেখানে হাই রেজোলিউশনের এমআরআই পরীক্ষায় যে ফল উঠে আসে, তা দেখে স্তম্ভিত হয়ে যান চিকিৎসকরা।

জানা গিয়েছে, মহিলার লিভারের ভেতরে বিকশিত হচ্ছে ১২ সপ্তাহের একটি ভ্রূণ। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের জটিল গর্ভাবস্থাকে বলা হয় ইনট্রাহেপাটিক ইক্টোপিক প্রেগন্যান্সি (Intrahepatic Ectopic pregnancy)—অর্থাৎ জরায়ুর বাইরে, সরাসরি লিভারের মধ্যে ভ্রূণের বৃদ্ধি।

   

এমআরআই রিপোর্ট পর্যবেক্ষণকারী ডা. কে কে গুপ্ত বলেন, ‘আমি বহু বছর ধরে রেডিয়োলজির সঙ্গে যুক্ত। এমন ঘটনা আগে কখনও দেখিনি। প্রথমে মনে হয়েছিল যন্ত্রের ত্রুটি। পরে একাধিক অ্যাঙ্গল থেকে পুনরায় স্ক্যান করেও একই দৃশ্য পেলাম। ভ্রূণের হৃদস্পন্দন পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছিল।’

তাঁর কথায়, ‘ভ্রূণটি লিভারের ডান দিকের লোবের ভিতরে ছিল। রক্ত চলাচলের মাধ্যম ছিল লিভারের শিরা-উপশিরা। আর মহিলার জরায়ু ছিল পুরোপুরি খালি।’

Advertisements

বিশেষজ্ঞদের মতে, এই ধরণের গর্ভাবস্থা বিশ্বজুড়ে অত্যন্ত বিরল এবং মা ও শিশুর জন্য প্রাণঘাতী হয়ে উঠতে পারে। ভারতে এটাই সম্ভবত প্রথম নথিভুক্ত ঘটনা। বর্তমানে মহিলাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং বিশেষজ্ঞ চিকিৎসক দল পরবর্তী চিকিৎসা পরিকল্পনা ঠিক করবেন।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে নব্য মুম্বইয়ের ৩২ বছর বয়সি হর্ষালি পালসোদকারের ক্ষেত্রে কর্নুয়াল ইক্টোপিক প্রেগন্যান্সি ধরা পড়েছিল, যেখানে ভ্রূণ জরায়ুর শিং-এর মতো অংশে বৃদ্ধি পায়। তখন দ্রুত অস্ত্রোপচারের মাধ্যমে ভ্রূণটি অপসারণ করা হয়।

বিশ্বব্যাপী পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯ সালে প্রায় ৬৭ লক্ষ ইক্টোপিক প্রেগন্যান্সির ঘটনা নথিভুক্ত হয়েছিল। প্রতি লক্ষে গড়ে ১৭০ জন নারীর মধ্যে এই জটিলতা দেখা যায়। তবে উন্নত চিকিৎসা ও সচেতনতার কারণে এর হার ধীরে ধীরে কমছে।