প্রধানমন্ত্রীর বদলে এবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার হাতে বীরভূমের বগটুই-এর ঘটনার রিপোর্ট তুলে দেবে কেন্দ্রীয় প্রতিনিধি দল। এমনটাই জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
তিনি জানিয়েছেন, ‘আমাদের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি বীরভূম এর উপর একটি বিস্তৃত প্রতিবেদন তৈরি করেছে যা আজ দলের প্রধান জেপি নাড্ডার কাছে জমা দেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতেও আমরা রিপোর্ট তুলে দেওয়ার চেষ্টা করব। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আমাদের বৈঠক তার সময়সূচীতে পরিবর্তনের কারণে স্থগিত করা হয়েছে। যখনই কোনও নতুন তারিখ নির্ধারণ করা হবে তখন আমরা তার সঙ্গে দেখা করব এবং সেই অনুযায়ী বিশদ বিবরণ দেব।’
প্রতিনিধিদলে ছিলেন দিলীপ ঘোষ, অর্জুন সিং ও লকেট চট্টোপাধ্যায়ের মতো সাংসদরা। প্রসঙ্গত, বগটুই গ্রামে ৮ জনের মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য। এদিকে রাজ্যের শাসকদল তৃণমূলের দিকে আঙুল তুলেছে বঙ্গ বিজেপি শিবির। বিধানসভায় সেই নিয়ে প্রতিবাদও দেখিয়েছেন বিজেপির বিধায়করা। সম্প্রতি বিধানসভাতেও হইচই বেধে যায়। তৃণমূল এবং বিজেপি বিধায়করা হাতাহাতিতে জড়ান।