রাত পোহালেই পালিত হবে মোহনবাগান দিবস (Mohun Bagan Day 2025)। প্রত্যেক বছর এই দিনটির অপেক্ষা করে থাকে আপামর সবুজ-মেরুন জনতা। বিগত বছরগুলির মত এবারও ক্লাবের পতাকা উত্তোলনের পাশাপাশি বিভিন্ন বিভাগে সম্মানিত করা হবে ক্রীড়া ব্যক্তিত্বদের। গত মাসের মাঝামাঝি সময় ক্লাবের এক্সিকিউটিভ কমিটির বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেটা জানিয়েছিলেন সবুজ-মেরুন কর্তারা। এক্ষেত্রে উক্ত দিনে প্রদর্শনী ম্যাচের পাশাপাশি বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হবে কৃতিদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেইমতো গত কয়েকদিন আগে বিশেষ বিবৃতি ও জারি হয়েছিল ক্লাবের তরফে।
ক্লাবের জন্ম দিবস উপলক্ষে ইতিমধ্যেই আলোয় সেজেছে সবুজ-মেরুন ক্লাব তাঁবু। অন্যান্য বছর গুলির তুলনায় এবার মোহনবাগান দিবস নিয়ে যথেষ্ট আবেগপ্রবণ মোহনবাগানের সাধারণ সম্পাদক সৃঞ্জয় বসু। এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ” ২৯ জুলাই প্রত্যেক বছরই ভালো হয়। তবে সেটা যখন আমরা নেতাজি ইন্ডোরে করি সেটা আকারে বড় হয়। কারণ এত বড় একটা স্টেডিয়ামে করছি। আর যখন মাঠে করি সেটা অন্যরকম। মোহনবাগান ডে আমাদের কাছে চিরকালই স্পেশাল। তবে এবারের টা বলতে পারেন আমার কাছে একটু বেশি স্পেশাল কারণ আমি জেনারেল সেক্রেটারি এবং সেখানে মোহনবাগান রত্ন হিসেবে সম্মানিত হতে চলেছেন টুটু বসু। বলতে পারেন এটা আমার কাছে ইমোশনাল।”
তবে চমকের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, “মোহনবাগান দিবসে চমকের কোনও জায়গা নেই। আমি চাই সমর্থকরা এবং সদস্যরা সবাই আসুক কালকে। একাধিক শিল্পীদের পারফরম্যান্স আছে তো তাঁরা উপভোগ করুক। তো সবাই মিলে আসুন সেলিব্রেট করি।” এছাড়াও দুপুর দুটোর সময় ক্লাবের পতাকা উত্তোলনের পাশাপাশি বিকেলে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী প্রাক্তন ফুটবলারদের নিয়ে প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে সবুজ-মেরুন তাঁবুতে। যা নিঃসন্দেহে উপভোগ করতে চাইবেন মোহনবাগান সমর্থকরা।